জেলা প্রতিনিধি || বাগেরহাট সদর উপজেলায় নাগরিক কমিটির উদ্যোগে দিন ব্যাপি ফ্রী চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারী) বাগেরহাট পৌরসভার স্বাধীনতা উদ্যানে সকাল ১০ টা থেকে অনুষ্ঠিত হয়।
এসময় বিশেষজ্ঞ চিকিৎসকরা ২০০ জন রোগীকে ফ্রী চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি ফ্রী ব্লাড গ্রুপিং এর ব্যবস্থা ও করা হয় এখানে।
এই ফ্রী চিকিৎসা সেবা ও ব্লাড গ্রুপিং এ চিকিৎসা সেবা প্রদান করেন কিডনি বিশেষজ্ঞ ডা: নিরুপম মন্ডল,অর্থোপেডিক্স ডা: সুবেন্দু মিস্ত্রি, মেডিসিন ও শিশু রোগে অভিজ্ঞ ডা: ফুয়াদ হাসান।
এসময় চিকিৎসা সেবা নিতে আসা একাধিক ব্যাক্তি বলেন,আমরা বিভিন্ন সময় টাকার অভাবে চিকিৎসা নিতে পারিনা। আজ নাগরিক কমিটির উদ্যোগে এই ফ্রী চিকিৎসা সেবা নিতে পেরে আমরা খুশি।এখানের ডাক্তাররা খুব আন্তরিকতার সাথে আমাদের দেখছেন।আমাদের অসুবিধার কথা শুনছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়েছেন।
এসময় নাগরিক কমিটির বাগেরহাট সদর উপজেলার মুহাম্মদ শফিউল্লাহ, জাহিদ হাসান পলাশ,হামিম হুসাইন,সাইফুল,তামিম শেখ,আরমান,নাজমুল হুদা,দেলোয়ার হোসেন,এড: এনামুল হোসেন, এড: আল আমিন,হুসাইন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।