তেরখাদা প্রতিনিধি , খুলনা|| খুলনা জেলার তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে এস আই আব্দুর রহিম ও সংগীয় অফিসার ফোর্স নিয়ে ২৬ শে ফেব্রুয়ারি দুপুর দেড় টার দিকে উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক তেরখাদা নাশকতা মামলার সন্ধিগ্ধ আসামী মোঃ ফারুক আহমেদ শেখ কে আটক করেন।
তেরখাদা থানার মামলা নং-০২ /১১৬, তারিখ ০৪/১১/২০২৪ইং।
অপরদিকে গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা পোনে ৭টার দিকে থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে সংগীয় এস আই আব্দুর রহীম ও পুলিশ ফোর্স নিয়ে তেরখাদা থানার নাশকতা মামলার সন্ধিগ্ধ আসামী ও বারাসাত ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর কাদের সুজ্জলকে আটক করেন।
আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান , তেরখাদা থেকে মাদক সেবী , জুয়াড়ি , সন্ত্রাসী ও অস্ত্রধারী এবং নিয়মিত মামলা আসামী, ওয়ারেন্টভুক্ত আসামীসহ সকল প্রকার অপরাধী গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
তিনি বলেন , তেরখাদা উপজেলাকে একটি পরিচ্ছন্ন উপজেলায় রূপান্তরিত করতে পুলিশী কার্যক্রম অব্যাহত আছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।