সাগর কুমার বাড়ই, তেরখাদা প্রতিনিধি|| ২৬ শে ফেব্রুয়ারি বুধবার সকালে খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের দক্ষিণ মোকামপুর এলাকায় বালি ভর্তি টলি উল্টে আবু রায়হান (০৮) নামে এক শিশুর করুণ মৃত্যু ঘটেছে এবং টলি চালক গুরুতর আহত হয়েছে।
নিহত আবু রায়হান দক্ষিণ মোকামপুর গ্রামের আলতাফ গাজীর পুত্র। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায় , সকাল ৮ টার দিকে টলি চালক রুবেল বিশ্বাস বালি ভর্তি টলি নিয়ে দক্ষিণ মোকামপুর আগা খালের দিকে যাচ্ছিল।
সে দক্ষিণ মোকামপুর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের বাড়ির সামনে পৌঁছানোর কিছু আগে থেকে ২/৩ টি শিশু বাচ্চা টলির পিছনে ঝুলে থাকে।
টলি চালক রুবেল বিশ্বাস মোসলেম উদ্দিনের বাড়ির সামনে পৌঁছালে টলিটি উল্টে খালের মধ্যে চলে যায়।
এ সময় বাচ্চাদের মধ্যে অন্য দুইজন পানির মধ্যে থেকে নিরাপদে উঠে গেলেও আবু রায়হান নামের শিশুটি টলির নীচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে।
অপরদিকে চালক রুবেল অল্পের জন্য প্রাণে রক্ষা পায়। চালকও টলির নিচে চলে যায়। শুধু তাঁর নাকটি জাগানো ছিলো। এলাকার লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে। গুরুতর আহত টলি চালক রুবেল বিশ্বাসকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রুবেল বিশ্বাসের বাড়ি মধুপুর ইউনিয়নের উত্তর মোকামপুর গ্রামে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।