অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি||সুন্দরবনের কুখ্যাত হান্নান বাহিনীর সাতজন জলদস্যুকে অস্ত্র’সহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন।
গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে বাগেরহাটের রামপাল খেয়াঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ বক্তব্য প্রদান করে বলেন, দীর্ঘদিন ধরে হান্নান বাহিনী সুন্দরবনের বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, অপহরণ ও বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। সম্প্রতি তারা ডাকাতির পরিকল্পনা করছিল বলে গোয়েন্দা সূত্রে জানা যায়। অভিযান চালিয়ে বাহিনীপ্রধান মো. হান্নান শেখসহ পাঁচজনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী, বাঁশতলী এলাকা থেকে সহযোগী মো. হাবিবুর রহমানকে দুটি একনলা বন্দুক ও তিনটি রামদাসহ আটক করা হয়।
আটককৃত জলদস্যুরা হলেন:— মোঃ হান্নান শেখ (৬৫), মোঃ রেজাউল শেখ (৫৩), শেখ মোঃ কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), মোঃ আবু তালেব খান (৪৭), মোঃ হোসেন আলী শেখ (৫৫) ও মোঃ হাবিবুর রহমান (৫৫)। তারা খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
আটককৃত জলদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত অস্ত্রসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলেও জানান এ কর্মকর্তা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।