পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর|| এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাইতো শিবির করছে এই মহৎ আয়োজন” এই কথাকে সামনে রেখে কেশবপুরে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে চলছে বইমেলা প্রকাশনা উৎসব-২৫ এবং ফ্রি মেডিকেল ক্যাম্প। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী-২৫) সকাল ১০ টায় কেশবপুর পাবলিক ময়দানে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন, ছাত্র শিবিরে যশোর জেলা পূর্বের সভাপতি আশিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, যশোর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি কেশবপুর উপজেলা জামায়াতের পেশাজীবী সভাপতি এ্যাডভোকেট ওজিয়ার রহমান, ছাত্র শিবিরের সাবেক পটুয়াখালি বিজ্ঞাণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর মানব ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কৃষিবিদ অধ্যাপক তাজাম্মুল ইসলামাম দীপু, কেশবপুরের বৈষম্যবিরধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সম্রাট হোসেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান, পৌর জামায়াতের আমীর অধ্যাপক জাকির হোসাইন, আল আমিন মডেল স্কুলের পরিচালক আব্দুল গফুর মাস্টার-সহ জেলা এবং উপজেলা ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার থেকে শুক্রবার (২৭ ও ২৮ তারিখ) রাত ৯ টা পর্যান্ত চলবে বলে নেতৃবৃন্দরা জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।