মুহাম্মাদ ফরহাদ মোল্লা, রূপসা প্রতিনিধি||রূপসায় মাংস বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে মাংস ব্যবসায়ী নিহত হয়েছেন। পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা গেছে, খুলনা সদর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর পুত্র আরিফ (২৩) নামে এক যুবক গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রূপসা উপজেলার সেনের বাজার এলাকায় রুবেলের মাংস দোকানে আসে।
উক্ত আরিফ রুবেল কসাই এর নিকট দীর্ঘদিন ধরে মাংস ক্রয় বিক্রয় করে আসছিল। সেই সূত্রে ২ লক্ষ ৫০ হাজার টাকা রুবেলের নিকট পাওনা হয় । উক্ত টাকা চাইতে এলে রুবেল এবং আরিফের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে আরিফকে প্রতিপক্ষরা ধারালো চাপাতি দিয়ে মাথায় সজোরে আঘাত করে ।
স্থানীয়রা আরিফকে উদ্ধার করে দ্রুত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবশেষে রাত ৯.৪৫ টার সময় চিকিৎসাধীন অবস্থায় আরিফ মারা যায় বলে পারিবারিক সূত্র দাবি করছে৷অপরদিকে উক্ত ঘটনায় উভয় পক্ষের সংঘর্ষে শাহীন এবং আরো কয়েকজন আহত হয়েছে বলে জানা যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি বলে জানা যায়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।