এস.এম.শামীম দিঘলিয়া,খুলনা // দিঘলিয়ার সেনহাটিতে বরইতলা ঘাট সংলগ্ন ভৌরব নদীতে মোঃ তানভীর ইসলাম (১২) মাদ্রাসা ছাত্র গোসলে নেমে নিখোঁজ হয়েছে।আজ (১৭ মে) মঙ্গলবার ১২টা নাগাদ এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর ভাষ্য মতে,বেলা ১২ টার কাছাকাছি সময়ে পূর্বের ন্যায় মোঃ তানভীর ভৈরব নদীতে গোসলের জন্য যায়,নদীতে জোয়ার থাকায় স্রোতের কারনে সে ডুবে যায়,অনেক খোঁজাখুজিঁ করেও তাকে না পেয়ে দিঘলিয়া স্থল কাম নদী ফায়ার স্টেশনে যোগাযোগ করা হলে স্থল কাম নদী ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মাসুদ পারভেজের নেতৃত্বে ডুবুরি সাইদুল ইসলাম,ডুবুরি হুমায়ন কবির,ড্রাইভার কাম ডুবুরি আহমদ আলী ঘটনা স্হলে পৌছান।এবং দুপুর থেকেই উদ্ধার তৎপরতা চলমান আছে বলে জানান ওয়্যার হাউজ ইন্সপেক্টর মাসুদ পারভেজ। মোঃ তানভীর ইসলাম (১২) পিতাঃ মোঃ নাসিরের একমাএ পুএ সন্তান।
মোঃ নাসির স্থানীয় সাগর জুট মিলে শ্রমিক হিসেবে কর্মরত আছেন।ঘটনার খবর পেয়ে সেনহাটি পুলিশ ফাড়িঁ ইনচার্জ এস,আই নিপুন বোষ,এ,এস,আই শফিকুল এবং দুজন কনস্টেবল ঘটনাস্থল পরিদর্শন করেন।এ খবর লেখা পর্যন্ত পিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।