ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি || ২৮ শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার বিকাল ৪ টায় শিববাড়ি মোড়ে, সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনা বেড়ে যাওয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
বিভিন্ন সংগঠন, শিক্ষার্থী, মানবাধিকার কর্মী এবং সাধারণ জনগণ, ছাত্র, ছাত্রীরা রাস্তায় নেমে বিক্ষোভ করছে।
নগরীর পি টি আই মোড় এলাকায় হতে শিববাড়ি মোড়ে আন্দোলনকারীরা সমবেত হয়ে ধর্ষণকারীদের কঠোর শাস্তির দাবি জানায়।
তারা “ধর্ষণমুক্ত সমাজ চাই”, “নারীর প্রতি সহিংসতা বন্ধ কর” ইত্যাদি প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানায়।
বিক্ষোভকারীরা বলেন শুধু রাজধানী নয়, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশালসহ বিভিন্ন জেলা শহরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন করে। সামাজিক সংগঠনগুলো গণস্বাক্ষর সংগ্রহ করে সরকারের কাছে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছে।
বিক্ষোভকারীদের দাবি:
১.ধর্ষণকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
২. নারীর নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ।
৩.ভুক্তভোগীদের জন্য মানসিক ও সামাজিক সহায়তা প্রদান।
৪.যৌন নিপীড়ন বিরোধী শিক্ষার প্রসার ঘটানো।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে নতুন আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পুলিশ ও র্যাব , সকল আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছেন অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনা হবে।
নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে এ ধরনের প্রতিবাদ সমাজে সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক হবে। তবে শুধুমাত্র আন্দোলন যথেষ্ট নয়; প্রয়োজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপ এবং সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।