মোঃ মনির খান স্টাফ রিপোর্টার|| চট্টগ্রাম, ২৮ ফেব্রুয়ারি ২০২৫। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, টেকনাফের সদর পৌরসভার ০৮ নং ওয়ার্ডস্থ বড় হাবির পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌ বাহিনী। অভিযানে অপহরণের শিকার সাব্বির আহম্মদ নামের এক যুবককে উদ্ধার করা হয়।
ভুক্তভোগীর পরিবার জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার দিকে একদল অপহরণকারী সাব্বির আহম্মদকে বাসা থেকে ডেকে নিয়ে যায় এবং এর পর হতে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।
খবর পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর একটি চৌকশ দল উদ্ধার অভিযান শুরু করে। অভিযান চলাকালে আনুমানিক বেলা ৩ টার দিকে টেকনাফ সদর পৌরসভার ০৮ নং ওয়ার্ডস্থ বড় হাবির পাড়া এলাকার একটি বাড়ি থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়।
এ সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের কয়েক জন সদস্য পালিয়ে গেলেও ঘটনাস্থল হতে হালিমা খাতুন ও মুন্নি আক্তারকে আটক করা হয়। উদ্ধারকৃত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃত ব্যক্তিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এছাড়াও আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত ব্যক্তিদের টেকনাফ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে টেকনাফ সহ দায়িত্ব পূর্ণ এলাকা সমূহে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান চলমান রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।