মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি // যশোরে আজ বেলা দুইটা পর্যন্ত প্রতারক কবিরের যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ছাতিয়ানতলা শানতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৌম্য চৌধুরী অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।এসময়ে প্রতারক কবিরের ডেরা থেকে বিপুল পরিমাণে গাছ গাছরা জব্দ করেন।
আটক মিলিটারি কবিরাজ খন্দকার কবির হোসেন ওরফে প্রতারক কবির ওই এলাকার মৃত্যু ওসমান খন্দকারের ছেলে। তার প্রকৃত বাড়ি বরিশালে। ওই এলাকায় নিজেকে মিলিটারি কবিরাজ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলো।আটক এ বহিস্কৃত মিলিটারি কবিরকে বিভিন্ন ধরনের গাছ-গাছরা দিয়ে ওষুধ তৈরীর নামে প্রতারণা করে লোকজনের কাছ থেকে কোটি কোটি টাকা লুটে নেয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৌম্য চৌধুরীও যশোর সিভিল সার্জন বিপ্লব কান্তি তাকে এক লক্ষ টাকা জরিমানা ও ৩ মাসের জেল প্রদান করেন।
যশোর র্যাব-৬ এর কোম্পানি লে: কমান্ডার এম নাজির রহমান বলেন কবিরাজ খন্দকার কবির হোসেন ওরফে মিলিটারি কবির নিজেকে বড় মাপের হেকিম-কবিরাজ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে যশোর সদর উপজেলার চুরোমনকাটি ছাতিয়ানতলা শানতলা এলাকায় ননী ফল ও বিভিন্ন ধরনের গাছ গাছরা দিয়ে সর্ব রোগের ওষুধ তৈরি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। যেটা একাধিক লোকের মাধ্যমে জানা গেছে প্রতারণার আশ্রয় নিয়ে কবির এ ধরনের কাজ করে আসছিলো। বিষয়টি যশোরের সিভিল সার্জন অবগত হওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেয়।এক পর্যায়ে মঙ্গলবার বেলা বারোটা থেকে দুপুর ২ টা পর্যন্ত চুড়ামনকাটি ছাতিয়ানতলা শানতলা এলাকায় কবিরাজ খন্দকার কবির হোসেন ওরফে প্রতারক কবির হোসেন ওরফে মিলিটারি কবিরের ডেরায় অভিযান চালিয়ে বিপুল পরিমানের গাছ-গাছড়া সহ তাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৌম্য চৌধুরী, র্যাব ৬ এর স্কোয়াড কমান্ডার এএসপি, এইচ.এম. শফিকুর রহমান ও যশোর সিভিল সার্জন বিপ্লব কান্তি যৌথভাবে অভিযান চালিয়ে তাকে ১লাখ টাকা জরিমানা ও ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন। তিনি আরো বলেন এটা যশোরের কবিরাজদের জন্য সতর্কবার্তা। যেসব লোকজন নিজেকে কবিরাজ পরিচয় দিয়ে এ ধরনের প্রতারণা করে আসছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।