অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি|বাগেরহাটের রামপালে শহীদ গাজী আবুবকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির নির্মম হত্যার বিচারের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
সোমবার (০৩মার্চ) দুপুর ২ টায় শহীদ গাজী আবুবকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের উদ্যোগে ফয়লাহাট বাসস্টান্ডে এক প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে মোঃ মুনাওয়ার হুসাইনের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন, হাকিমপুর মাদরাসার অধ্যক্ষ মাওলানা সোনাতুনিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আঃ মাবুদ, সোনাতুনিয়া আজিজিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাওলানা আঃ আজিজ, মাওলানা মোঃ মোশাররফ করিম, ঢাকা মেডিকাল কলেজের শিশু বিশেষজ্ঞ ডাক্তার মোঃ আতিয়ার রহমান, মাওলানা রহমাতুল্লাহ, শহীদ আলী আহসান মুজাহিদের ছেলে মোঃ আলী আহমদ মাবরুর, মাওলানা দেলাওয়ার হুসাইন সাইদীর ছেলে মাসুদ সাইদী, জামায়াতে ইসলামীর সাবেক আমীর মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, মুফতি কাজী ইব্রাহীম, গাজী রাসেল, হাসান ইমাম, সরদার মহিদু্ল ইসলাম প্রমুখ।
এ প্রতিবাদ সমাবেশে প্রধান অথিতির বক্তব্য দেন, শহীদ গাজী আবুবকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির ছেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিটর (প্রশাসন) গাজী মনোয়ার হুসাইন তামিম।
এ প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শহীদ গাজী আবুবকর সিদ্দিককে নির্মমভাবে বােমার আঘাতে হত্যা করা হয়েছেন। বিগত স্বৈরাচার সরকারের আমলে পুলিশ প্রসাশন এই হত্যা মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত করেনি। যে কারণে সুষ্ঠুভাবে বিচার করা সম্ভব হয়নি। শহীদ গাজী আবুবকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি’সহ সকল শহীদদের পুনঃতদন্ত দাবী করেন।
এ প্রতিবাদ সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত করা হয়।মোনাজাত পরিচালনা করেন, গাজী মনোয়ার হুসাইন তামিম।
এ প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিলে সমগ্র বাংলাদেশের শহীদপরিবারের সদস্যগণ’সহ হাজার – হাজার ধর্মপ্রাণ তাওহীদি জনতা অংশ গ্রহন করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।