শরিফুল ইসলাম || রমজান মাসের শুরুতে লেবু ও কলার দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রমজানের প্রথম দিনে খুলনার বাজারগুলোতে আকারভেদে প্রতি হালি লেবু ৬০ থেকে ২০০ টাকায় এবং কলা প্রতি ডজন ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
রমজান মাস এলেই অনেক অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়িয়ে দেন, যা ভোক্তাদের জন্য কষ্টদায়ক হয়ে ওঠে। লেবু ও কলার মতো ফল রোজাদারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এগুলোর দাম বাড়ানো সুযোগসন্ধানী ব্যবসায়ীদের মুনাফালোভী মনোভাবেরই প্রতিফলন।
সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম বলেন,ইফতারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পানীয়জল হলো লেবুর শরবত। কিন্তু এবার লেবুর দামের কারনে ইফতার থেকে লেবুর শরবত বাদ দিতে হচ্ছে। এক হালি লেবুর দাম ডিমের দামের থেকেও বেশি।
নগরীর মিস্ত্রিপাড়ার বাসিন্দা শফিক বলেন,ভোর রাতে সেহরির সময় দুধ আর কলা দিয়ে ভাত খেয়ে রোজা রাখার উপায় নেই।পাশাপাশি সারা দিনের ক্লান্তিতে ইফতারের সময় চিড়ামুড়ি কলা খাওয়ারও কোন উপায় নেই।
এদিকে নগরীর ট্রাক টার্মিনাল পাইকারি কাচাবাজারে ব্যবসায়ীরা জানান, বেগুন, শসা ও লেবু চাহিদার তুলনায় সরবরাহ কম।এজন্য দাম বেড়েছ। বেগুন, শসার ও লেবুর সরবরাহ বাড়লে দাম কমবে।
এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন। সরকার যদি নিয়মিত বাজার তদারকি করে এবং দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়, তাহলে এ ধরনের অনৈতিক মূল্যবৃদ্ধি রোধ করা সম্ভব। পাশাপাশি, সাধারণ মানুষও যদি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ জানায়, তাহলে বাজার ব্যবস্থাপনা আরও স্বচ্ছ হতে পারে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।