1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
নিষিদ্ধ হিজবুত তাওহীদের তান্ডবে রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা নয়া পল্টন - Khulnar Khobor
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
চিতলমারীতে কিস্তির জন্য গৃহবধূর আংটি-বদনা নিয়ে গেলেন এনজিওকর্মী। শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনী জাহাজ পিএনএস সাইফ (PNS SAIF) যশোর-নড়াইল মহাসড়কে মুখোমুখি সংঘর্ষ আহত মোটরসাইকেল আরোহী ডুমুরিয়ার দর্শক নন্দিত সামাজিক যাত্রাপালা বেদের মেয়ে জ্যোৎস্না অনুষ্ঠিত লোহাগড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কেশবপুরে শারীরিক শিক্ষা কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন দুর্যোগ প্রবন কয়রার অসহায় মানুষের কল্যানে কাজ করতে হবে কেশবপুরে খতিব ও উলামা মাশায়েখ মতবিনিময় সভা অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত – ২ কয়রায় কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা অল্প সম‌য়ে পাঠকের অন্তরের জায়গা করে নিয়েছে কালবেলা বিএনপি বাংলাদেশে ভেসে আসা দল নয় বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়রায় ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পিকে বিজয়ী করতে কর্মী সভা নওগাঁ মান্দায় অবৈধ বালু উত্তোলনকারীদের বালু জব্দ করে নিলামের মাধ্যমে বিক্রয় যশোর শার্শায় গ্যাস ট্যাবলেট সেবনে তরুণীর মৃত্যু খুলনার খবরের বার্তা প্রধান এফ.এম.আজাদকে অব্যাহতি দিঘলিয়ায় নিজ দোকানের সামনে চাচাতো ভাইদের হামলায় দোকানদার গুরুতর আহত মোল্লাহাটে জামায়াতের কর্মীসভায় ঐক্যের ডাক আজিজুল বারী হেলালকে খুলনা-৪ আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করায় শোকরানা দোয়া অনুষ্ঠান  বোয়ালমারীতে নিতাই রায় চৌধুরীর গাড়ী আটকে বিক্ষোভ বটিয়াঘাটা উপজেলা কৃষিঅধি দপ্তরে কৃষকদের মাঝে  সার ও বীজ বিতরণে শুভ উদ্বোধন অনুষ্ঠিত

নিষিদ্ধ হিজবুত তাওহীদের তান্ডবে রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা নয়া পল্টন

  • প্রকাশিত : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৭৯ বার শেয়ার হয়েছে

খুলনার খবর, নিউজ ডেক্স || প্রায় দেড় দশক আগে নিষিদ্ধ হওয়া উগ্রবাদী সংগঠন হিযবুত তাহরীর হঠাৎ করেই বেপরোয়া হয়ে উঠেছে। গত ৫ আগস্টের পর থেকেই বিভিন্ন কর্মসূচি পালন করলেও ‘মার্চ ফর খিলাফাহ’ কর্মসূচি ঘিরে সংগঠনটি মারমুখি অবস্থানে চলে আসে।

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীও কঠোর অবস্থানে থাকায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর পল্টন এলাকা। প্রায় পৌনে এক ঘণ্টা চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।

শুক্রবার (৭ মার্চ) বায়তুল মোকাররমে জুমার নামাজের পরপরই উত্তাল হয়ে ওঠে পল্টন এলাকা। হিযবুত তাহরীর পূর্ব নির্ধারিত বিক্ষোভ মিছিল শুরু করে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশ সেনাবাহিনীকে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে তারা ১২টির মতো সাউন্ড গ্রেনেড মেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে আটক করেছে পুলিশ। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে রয়েছেন সাংবাদিকও।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগে ভাগেই জুমার নামাজ আদায় করতে মুসল্লি ছদ্মবেশে বায়তুল মোকাররমে হাজির হন হিযবুত তাহরীর কর্মীরা। মসজিদের ভেতরে তারা অবস্থান না নিয়ে মুসল্লি ছদ্মবেশে উত্তর গেটের সামনের সড়কে নামাজ আদায় করেন।

অন্যদিকে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীও প্রস্তুত ছিল। নামাজ শেষ হতেই সংগঠনটির কর্মীরা স্লোগান দিতে থাকেন-‘মুক্তির এক পথ-খিলাফত-খিলাফত।’ এসময় সবার হাতে সাদা ও কালো কারেমা খচিত পতাকা দেখা গেছে।

এরপর কয়েক হাজার কর্মী নিয়ে একটি মিছিল পল্টন মোড়ের দিকে যাওয়ার চেষ্টা করে। উত্তর গেটের সামনে থাকা ওভারব্রিজের সামনে তাদের বাধা দিয়ে আটকে দেয় পুলিশ। এরপর সেই বাধাকে উপেক্ষা করে তারা পল্টন মোড় হয়ে বিজয় নগরের দিকে চলে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনী তাদের পিছু নেয়। মিছিলটি বিজয়নগর থেকে পল্টন মোড় আসার পথে পুলিশ তারা ধাওয়া দেয়।

এ সময় হিযবুত তাহরীর কর্মীরাও ছিলেন মারমুখি। পুলিশ ও এপিবিএন সদস্যরা বিজয়নগরের ফার্ম হোটেলের সামনে অবস্থান নেন। এক পর্যায়ে সংগঠনটির কর্মীরা পল্টন মোড় আসার চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড মারে পুলিশ। দফায় দফায় সাউন্ড গ্রেনেড মারার ফলে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা।
এসময় আশপাশে থাকা লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে পালাতে গিয়ে আহত হন। পুলিশের লাঠিচার্জের কারণে হিযবুত তাহরীরের কর্মীরা তাদের হাতে থাকা লাঠি ও কালেমা খচিত সাদা-কালো পতাকা ফেলে পালিয়ে যান। এছাড়াও তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করা হয়। পুলিশের ধাওয়া খেয়ে হিযবুত তাহরীর কর্মীরা দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। এরপরও তারা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। এ সময় ১২ জনকে আটক করে পুলিশ।

টানা প্রায় পৌনে এক ঘণ্টা রণক্ষেত্রে পরিণত হয় পল্টন মোড় ও আশপাশের এলাকা। রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। তবে মাঠে র‌্যাব থাকলেও তাদের তেমন ভূমিকায় দেখা যায়নি।

পরিস্থিতি শান্ত হওয়ার পর রমনা বিভাগের পুলিশের ডিসি মাসুদ আলম সাংবাদিকদের বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। আমরা এখন পর্যন্ত ১২ জনকে আটক করেছি। তার মধ্যে একজনকে সিটিটিসিতে নেওয়া হয়েছে। তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে।

জানিয়েছেন, বিকেল তিনটার পর অল্প কিছু যানবাহন চলা শুরু করে। পরে সাড়ে তিনটা নাগাদ সব স্বাভাবিক হয়ে গেছে। আশপাশের বন্ধ দোকানপাটও খুলেছে। এখন ওই এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। তবে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর তৎকালীন আওয়ামী লীগ সরকার হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর থেকে সংগঠনটির তেমন কোনো প্রকাশ্য কার্যক্রম চোখে পড়েনি।

তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আবার মাথাচাড়া দিয়েছে হিযবুত তাহরীর। শুরুতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ব্যাপারে কড়া অবস্থানে না গেলেও তাদের ঘোষিত ‘মার্চ ফর খিলাফাহ’কে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। পুলিশ সদর দফতরের বার্তায় বলা হয়েছে, হিযবুত তাহরীর একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।