মোঃ- জাকির হোসেন, চিপ রিপোর্টার || মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে দুই মণ গাঁজাসহ আব্দুল মালেক(৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার র্যাব-১১ এর প্রতিনিধি দল মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান আটক করে, ১) আব্দুল মালেক পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মোস্তফাপুর গ্রামের মৃত-আব্দুস সাত্তারের ছেলে।
এঘটনায় র্যাবের ডিএডি মোঃ মজিবুর বাদী হয়ে মাদকদ্রব্য আইনে গজারিয়া থানায় একটি মামলা রুজু করেন এর আগে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের উপজেলার তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় ঢাকাগামী সড়কের উপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালিয়ে দুই মণ গাঁজাসহ তাকে আটক করে র্যাব, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী পিকআপ ভ্যানে মাদকদ্রব্য গাঁজা নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা থেকে ঢাকার দিকে নিয়ে যাচ্ছে।ওই দিন রাত ৩ টার দিকে র্যাবের একটি দল তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় ঢাকাগামী সড়কের উপর অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে।
সন্দেহজনক একটি পিকআপ থামানোর সংকেত দিলে পিকআপটি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।এসময় র্যাব সদস্যরা দুই মণ গাঁজাসহ আব্দুল মালেক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা বলে জানান তারা।
এবিষয়ে গজারিয়া থানার ওসি (তদন্ত)শহিদুল ইসলাম বলেন, র্যাবের পক্ষ থেকে উদ্ধারকৃত গাঁজা ও গ্রেফতারকৃত মাদক বিক্রেতাকে থানায় সোপর্দ করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো প্রক্রিয়া চলছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।