সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধি // লক্ষ্মীপুর রামগতি উপজেলাতে ১৬০০ টন গম নিয়ে বঙ্গোপসাগরে দুর্ঘটনার কবলে পড়ে ডুবে গেছে লাইটার জাহাজ ‘এমভি তামিম’। জাহাজটিতে প্রায় ১এক হাজার ৬০০ টন গম ছিল।গতকাল বুধবার (১৮ মে) বিকেলের দিকে জাহাজটি লক্ষ্মীপুরের রামগতির তিল্লার চর এলাকায় ডুবে যায়। জানা গেছে, এমভি তামিম জাহাজটি ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) সিরিয়ালে পরিচালনা করছিল সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকস।
সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকসের এক্সিকিউটিভ ডিরেক্টর জামাল হোসেন বলেন, জাহাজটিতে ১২ জন ছিলেন। সবাই নিরাপদে আছেন।
তিনি বলেন,গত মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত একটি বড় জাহাজ থেকে প্রায় ১ হাজার ৬০০ টন গম বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল জাহাজটি। কিন্তু জাহাজটি আজ লক্ষ্মীপুরের রামগতির তিল্লার চর এলাকায় পৌঁছলে অজ্ঞাত কিছু একটা জিনিসের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যায়। এই সময় হেজে পানি ঢুকে যায়। পরে মাঝের ও সামনের হেজেও পানি ঢুকে জাহাজটি ডুবে যায়। শুধু জাহাজের ব্রিজ দেখা যাচ্ছে।
তিনি বলেন,জাহাজটিতে নাবিল অটো ফ্লাওয়ার মিলের গম ছিল। এটিতে ৬ কোটি ৬৪ লাখ টাকার গম ছিল।চর আবদুল্লাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মঞ্জুর বলেন, গম বোঝাই জাহাটি তলা ফেটে ডুবে গেছে। গম কত টন ছিল তা আমার জানা নেই। জাহাজটি নিরাপদ স্থানে আছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।