ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || খুলনার কয়রা উপজেলায় এক গৃহবধূর পলায়নের ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হওয়াকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে, এ ঘটনার জেরে কয়রা থানার ওসি ইমদাদুল হকের বিরুদ্ধে একটি মহল উদ্দেশ্যমূলক মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই গৃহবধূ স্বামীর বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। তার স্বামী রাসেল আহমেদ কয়রা থানায় লিখিত অভিযোগ করেন। অন্যদিকে, গৃহবধূর পরিবার রাসেল আহমেদের বিরুদ্ধে যৌতুক, শারীরিক ও মানসিক নির্যাতন এবং মেয়েকে গুমের অভিযোগ এনে পাল্টা অভিযোগ দায়ের করে।
এদিকে, জমি-জমা সংক্রান্ত অন্যায় আবদার পূরণ না করায় ওসি ইমদাদুল হকের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ওসির বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারের চেষ্টা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযোগের দিন ওসি ইমদাদুল হক উভয় পক্ষের বক্তব্য শুনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
তবে, একটি মহল তার বদলি চেয়ে উদ্দেশ্যমূলক প্রচারণা চালাচ্ছে এবং সীমিত পরিসরে মানববন্ধনের আয়োজন করছে।
এ বিষয়ে জানতে চাইলে কয়রা থানার ওসি ইমদাদুল হক বলেন, “আমি সব সময় নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করছি। আমার বিরুদ্ধে ছড়ানো মিথ্যা তথ্য সম্পূর্ণ উদ্দেশ্যমূলক।”
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।