জাহিদুল ইসলাম, কয়রা প্রতিনিধি || সারাদেশে চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে খুলনার কয়রায় মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টায় কয়রা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কয়রা উপজেলা শাখার উদ্যোগে উপজেলার তিনরাস্তার মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কয়রা উপজেলা আহ্বায়ক গোলাম রব্বানী।
এছাড়া বক্তব্য দেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব মারুফ বিল্লাহ, মূখ্য সংগঠক ইমদাদুল হক টিটু, মুখপাত্র রওশন হৃদি, উপদেষ্টা সদস্য শাহরুল ইসলাম সুজনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে, যা দেশের স্থিতিশীলতাকে নষ্ট করার ষড়যন্ত্রের অংশ। তাঁরা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
বক্তারা আরও জানান, আগামী ৯০ ঘণ্টার মধ্যে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ছাত্রসমাজ দেশব্যাপী আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।