মহরম হাসান মাহিম || সারাদেশে প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে শিশু থেকে বয়স্ক মা বোনেরা। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে সারাদেশে আইনশৃঙ্খলার পরিস্থিতি টালমাটাল অবস্থা। লাগামহীনভাবে চলছে চাঁদাবাজি ও ধর্ষণ।
অন্তর্বর্তী সরকারের আইনশৃঙ্খলা দুর্বলতা অনেকাংশে প্রকাশ পেয়েছে। দেশে লাগাতার ধর্ষণের প্রতিবাদে রুপসায় বৈষম্য বিরোধী ছাত্রদের আয়োজনে বিক্ষোভ মিছিল করা হয়। খুলনা জেলার অন্যতম সংগঠক তামিম হাসান লিয়নের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।
মোঃ আনিসুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলার যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম হাওলাদার, সদস্য ইসরাত সুলতানা লামিয়া। এছাড়া উপস্থিত ছিলেন সদস্য তরিকুল ইসলাম, মেরাজ আলি হালদার ও রূপসার সাধারণ শিক্ষার্থী’বৃন্দ।
এসময় ছাত্র প্রতিনিধিরা অন্তবর্তী সরকারের উপদেষ্টা মন্ডলীদের উদ্দেশ্য করে বলেন দেশে চলমান ধর্ষণ নির্যাতন অচিরেই বন্ধ করতে হবে এবং ধর্ষণকারীকে ফাঁসিতে ঝুলিয়ে বিচার করতে হবে। অন্যথায় ছাত্র জনতা পুনরায় আবার সরকারের বিরুদ্ধে রাজপথে নামবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।