মোঃ ফসিয়ার রহমান,পাইকগাছা, প্রতিনিধি ।। খুলনার পাইকগাছা পৌর সদরে অগ্নিকান্ডে ভস্মীভূত সর্বস্বান্ত দুটি পরিবারের মাঝে আর্থিক সহায়তা এবং কর্মসংস্থানের জন্য ভ্যানসহ দোকানের সামগ্রী প্রদান করা হয়েছে।
উপজেলা বিএনপি ও সিনিয়র – জুনিয়র বন্ধুমহল আগুনে পুড়ে ক্ষতিগ্রস্তদের আয়ের উৎস তৈরি করতে কবিরকে একটি ইঞ্জিন চালিত ভ্যান ও নগদ ১০ হাজার টাকা ও চায়ের দোকান্দার চৈতন্যকে চা ও ভাজা বেচাকেনা করার জন্য সকল প্রকার সামগ্রী ও নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক উপস্থিত থেকে শুক্রবার বিকেলে আর্থিক সহায়তা ও নগদ অর্থ প্রদান করেন। পৌরসভা মাঠে এসব সামগ্রী প্রদান কালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর এসএম ইমদাদুল হক, কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাজী সাজ্জাদ আহমেদ মানিক, সম্পাদক যঞ্জেস্বর কার্তিক, যুগ্ম সম্পাদক ইউনুছ মোল্লা,ফয়সাল রাশেদ সনি, ইস্রাফিল আহমেদ,কিশোর মন্ডল,হুমায়ুন কবীর,ইলিয়াস হোসেন। সিনিয়র -জুনিয়র বন্ধু মহলের জাহাঙ্গীর আলম পলাশ,আইয়ুব আলী,শাহরিয়ার কবীর দীপু, মিরাজুল ইসলাম,মাসুদ রানাসহ অনেকে।
উল্লেখ্য গত মঙ্গলবার পৌর সদরের চায়ের দোকানদার চৈতন্য ও ভ্যান চালক কবিবের ভাড়া বাড়ীসহ অনন্য ৭টি ঘর পুড়ে ভস্মীভূত হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।