মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি || যশোরে হামিদপুর শহীদুজ্জামান হিমুর নামাজে জানাজায় সর্বস্তরের জনতার ঢল নেমেছে। বিভিন্ন দলের নেতাকর্মীরা ছাড়াও দূর-দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যোগ দিয়েছেন এই জানাজায়। অনেকে এসেছেন প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখতে ছুটে এসেছে।মরহুম ফরিদুজ্জামান মনু সিকদারের বড় ছেলে শহীদুজ্জামান হিমু আজ শুক্রবার রাত ১২.৩০ মি. নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)হিমু দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিেন।তাঁর এই অকাল মৃত্যুতে পরিবার গভীরভাবে শোকাহত।
শুক্রবার (১৪ মার্চ) হামিদপুর সিকদার পাড়া শাহী মসজিদের মাঠে জুমার নামাজের শেষে জানাজার নামাজ সম্পন্ন হয়।জানাজায় নামাজের ইমামতি করেন মাওলানা জহুরুল হক।জানাজা শেষেপারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।