মোঃ জসিম উদ্দিন তুহিন যশোর প্রতিনিধি || যশোরে রেলগেট নিজ বাড়িতে প্রতিপক্ষের গুলিতে এলাকার মীর সামির সাকিব সাদী (৩৫) খুন হওয়ার নেপথ্যে রয়েছে মুজিব সড়কের ভিআইপি কাপড় মার্কেট ও পাশের রেলবাজার কেন্দ্রিক আধিপত্য দ্বন্দ্ব।
যুবলীগের সেল্টারে থেকে জিরো থেকে হিরো বনে যাওয়া সাদী অর্থনৈতিক হিস্যা দ্বন্দেই খুন হয়েছেন এমন তথ্য আসছে বিভিন্ন সূত্র থেকে। প্রাথমিক তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে তদন্তে নেমেছে পিবিআই, ডিবি ও থানা পুলিশের পৃথক টিম। এই তিনটি দায়িত্বশীল সংস্থা থেকে বলা হয়েছে ওই এলাকার টহল জোরদার করা হয়েছে।
১৭ মার্চ রাত পৌনে ১২টার দিকে শহরের মুড়িব সড়ক জয়তী সোসাইটির পেছনে বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা মীর শওকত আলীর ছেলে সাদীকে গুলি করে হত্যা করে। শহর থেকে বাড়ি ফেরার পরপরই পেছন থেকে সাদীকে চাকু দিয়ে আঘাত করা হয় এরপর তার গলায় ও বুকে গুলি করা হয়।ঘটনার রাতে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকীসহ অভিযানিক টিমেগুলোর কাছে পবিারের পক্ষে জাননো হয় এলাকার মেহেদী ও ট্যাটু সুমন এই হত্যাকান্ড ঘটিয়েছে। সাদীর কাছে চাঁদা দাবি করেছিল, না দেয়ায় এই খুন।
তবে আজ ১৮ মার্চ সরেজমিনে গেলে উঠে এসেছে স্থানীয় মুজিব সড়কের ভিআইপি কাপড়ের মার্কেট ও পাশের রেলবাজার কেন্দ্রিক আধিপত্য ও অর্থনৈতিক হিস্যা দ্বন্দ্বেই মূলত এই খুন। ওই মার্কেট ও বাজারের কয়েকটি সূত্র থেকে এ তথ্য মিলেছে। বিশেষ করে নিদিষ্ট কিছু দোকান থেকে মোটা অংকের চাঁদা তোলা হত ২০১৪ সাল থেকে। পাঁচ লাখ টাকার উপরে তোলা ওই চাঁদা ভাগ বাটোয়ারা হতো। দু’বছর আগে থেকে যুবলীগ ঘরনায় চলা সাদীসহ ওই এলাকার আরো কয়েকজন দুটি বলয়ে বিভক্ত হয়ে যান। এরপর পর থেকে দ্বন্দ্ব চলে আসছিল।
এছাড়া ৫ আগস্টের পর থেকে হিসেব পাল্টে গিয়ে নতুন বলয়ে দুটি পক্ষের মধ্যে দুরত্ব ও মেরুকরণ হতে থাকে। শেষমেশ ১৭ মার্চ রাতে সাদী হত্যাকান্ড ঘটে যায়।এদিকে পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ থেকে তথ্য মিলেছে ট্যাটু সুমন ও মেহেদী ওই রাতে সাদীর বাড়ি যাওয়ার সলিং গলি ধরে এগুচ্ছে। এরপর গুলি ও চিৎকারের আওয়াজ। এর মিনিট খানেক আগে সাদী মোটর সাইকেলযোগে বাড়ি ফেরেন।এদিকে হত্যাকান্ডের ব্যাপারে পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন, ডিবি যশোরের অফিসার ইনচার্জ মঞ্জুল হক ভুঞা ও যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল হোসেনের সাথে কথা বললে তারা জানিয়েছেন, জড়িতদের শনাক্ত ও আটক করতে তাদের পৃথক পৃথক টিম মাঠে নেমেছে।
এলাকায় টহল জোরদার করা হয়েছে। ঘটনায় জড়িত বলে অনেকগুলো নাম এসেছে, কয়েকটি কারণও সামনে এসেছে যা খোঁজখবর নেয়া হচ্ছে দ্রতই জড়িতরা আটক হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।