জাহিদুল ইসলাম, কয়রা(খুলনা)প্রতিনিধি|| কয়রা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের সহযোগিতায় বিআরডিবির হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রকাশ মল্লিক, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা সহকারি শিক্ষা অফিসার ভুদার চন্দ্র সানা, জেজেএসের প্রকল্প সমন্বয়কারী আঃ মালেক, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, ফায়ার সার্ভিসের প্রতিনিধি মোঃ আহাদ আলী, জেজেএসের প্রস্তুুতি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা অশোক কুমার রায়,ইউপি সচিব এম এম রানা,এনজিও প্রতিনিধি মোঃ শাহিনুর হাসান, জেজেএসের আবুল কালাম আজাদ বাবলা, এসএমএ মজিদ প্রমুখ।
সভায় দুর্যোগের আগাম প্রস্তুতি, দুর্যোগ কালিন সময় করনীয় বিষয় সহ দুর্যোগের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।