তেরখাদা প্রতিনিধি খুলনা || তেরখাদা থানা পুলিশ ১৮ মার্চ অভিযান চালিয়ে দুই জন সাজাপ্রাপ্ত ওযারেন্টভুক্ত আসামী আটক করেছে। পুলিশ জানায় , তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান সংগীয় অফিসার ফোর্স নিয়ে তেরখাদা এলাকা থেকে সিআর মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ১জনকে এবং গোপালগঞ্জ সদয় এলাকা থেকে জি আর মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করেন।
আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তেরখাদা থানার ওসি মেহেদী হাসান বলেন , তেরখাদা উপজেলাকে সুষম সেবা প্রদানের লক্ষ্যে পুলিশি কার্যক্রম সচল রয়েছে।
তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধরে রাখতে দিবারাত পরিশ্রম করছে তেরখাদা থানা ও ক্যাম্প পুলিশ সদস্যরা।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।