নিউজডেস্ক || সমন্বিত কারিকুলাম এর শিক্ষা প্রতিষ্ঠান আলবাব একাডেমির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৫ টার দিকে খুলনার এম এ বারি সড়কস্থ আলবাব একাডেমির সম্মেলন কক্ষে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলবাব একাডেমির চেয়ারম্যান এস এম মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মনিরুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনুষদ সদস্য ড. আব্দুল জলিল। এ সময় উপস্থিত ছিলেন আলবাব একাডেমির পরিচালক মাওলানা আব্দুল্লাহ আল রাজি, ডাক্তার আসাদুল্লাহ আল গালিব, ডাক্তার রোকনুজ্জামান, ডাক্তার আব্দুল ওয়াদুদ, মোঃ মোতাহার হোসেন, মোঃ মাহফুজুর রহমান, মাওলানা বিলাল হোসেন, মাওলানা ইসমাইল হোসেন, শেখ এহসান উল্লাহ রিংকু প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে দেশ ও জাতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।