ইমরুল ইসলাম ইমন, খুলনা প্রতিনিধি || নগরীর পিকচার প্যালেস মোড়ের অস্থায়ী মার্কেটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। শুক্রবার ২১শে মার্চ, বিকেলে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাত করে আর্থিক সহয়তা প্রদান করেন। তিনি বলেন, আগুনে মার্কেটের সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
তাদের এই ক্ষতিপূরণ করা সম্ভব নয়। তিনি সরকার ও সমাজের বিত্তবানদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আহŸান জানান।
সহয়তা প্রদানকালে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, এড. গোলাম মওলা, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, মোস্তফা কামাল, শামসুজ্জামান চঞ্চল, জামিরুল ইসলাম জামিল, শরিফুল ইসলাম বাবু, রবিউল ইসলাম রবি, জাহিদ কামাল টিটো, হুমায়ুন কবির বাবলু, রিয়াজুর রহমান, আলমগীর হোসেন আলম, এড. রফিকুজ্জামান, আলমগীর ব্যাপারী, সুলতান মাহমুদ সুমন, শামীম খান, মাহমুদ হাসান মুন্না, কামাল উদ্দিন, খায়রুল বাশার, পারভেজ মোড়ল প্রমুখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।