1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
যশোর লিবার্টি সু গ্যালারিতে ক্রেতা দম্পতির উপর কর্মচারীদের হামলা উত্তেজনা গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু সহ ৫ নেতার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্রদের পাল্টা ২ টি মামলা সাগরদাঁড়ী প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরার মানিকখালি ব্রিজ পারাপারে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ বাঘারপাড়ায় জামায়াতে ইসলামী’র উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার মাহফিল যশোরে বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক নিখোঁজ শাহরিয়ার ফাহিমের সন্ধান চায় তার পরিবার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে কালিগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত তেরখাদায় গৃহবধূর লাশের পরিচয় মিলেছে, থানায় হত্যা মামলা দায়ের, আটক-০৩ খুলনা সদর দলিল লেখক ও স্টাম্প ভেন্ডারদের ইফতার ও দোয়া মাহফিল। খুলনা সদর সাব রেজিস্ট্রি অফিসের প্রয়াত দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডারগণের রুহের মাগফিরাত কামনা ও অসুস্থ দলিল লেখকবৃন্দের সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল ২৪ মার্চ (২৩ রমজান) সোমবার খুলনা সদর দলিল লেখক সমিতি মিলনায়তনে সাধারণ দলিল লেখকগন ও স্টাম ভান্ডারদের উদ্যোগে এ আয়োজন করা হয়। এ সময় খুলনা সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও ভেন্ডাররা ইতিপূর্বে যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা এবং যারা বর্তমানে অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করেন। ইফতার ও দোয়া মাহফিলে খুলনা সদর দলিল লেখকগন, খুলনার স্ট্যাম্প ভেন্ডারগন এবং দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডারদের সহকারীরা উপস্থিত ছিলেন খুলনা মহানগর আমর বাংলাদেশ পাটি( এবি পার্টি)শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত লোহাগড়া লক্ষীপাশা আদর্শ গার্লস স্কুলের  ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আলহাজ্ব  মোঃ সাচ্চু মিয়া  পাইকগাছা কপিলমুনি কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক-সেকেন্দার,সদস্য সচিব-কামরুল ২১ নম্বর ওয়াড’ বিএনপির সাবেক সদস্য ও হ্যান্ডলিং শ্রমিক নেতা কালু হাওলাদার জানাজা অনুষ্ঠিত, হাজারো মানুষের শ্রদ্ধা খুলনা বিআরটিএ এর রোডশো ও লিফলেট বিতরণ এবং বিভিন্ন ওয়ার্কশপ পরিদর্শন পাইকগাছায় কৃষক দলের সভাপতির বিরুদ্ধে ব্যবসায়ীকে খুন জখম,চাঁদাদাবীর অভিযোগে সংবাদ সম্মেলন খুবির কেন্দ্রীয় মাঠে ঈদ জামাতের ব্যাপক প্রস্তুতি যশোরে ভাবিকে ধর্ষণের অভিযোগে দেবর আটক দিঘলিয়ায় গৃহকর্মীকে ধর্ষণের ঘটনায় আটক ১ দিঘলিয়ায় দলিল লেখক শেখ আজগর আলীর মৃত্যুতে দলিল লেখক দের কলম বিরতি

থানার অস্ত্র বিক্রির দায়ে পুলিশ কনস্টেবল সহ গ্রেপ্তার -৬

  • প্রকাশিত : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৭৩ বার শেয়ার হয়েছে

খুলনার খবর, চট্টগ্রাম || জুলাই হত্যাকাণ্ডের পর থেকে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন পর্যন্ত চট্টগ্রামে থানা থেকে লুট হয়ে যাওয়া অস্ত্র বিক্রি করে দেয় পুলিশ কনস্টেবল মো. রিয়াদ। তাকে সহায়তা করে পাঁচ সহযোগী। এদের সকলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

উদ্ধার হওয়া অস্ত্র পুলিশের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। চট্টগ্রামের লোহাগাড়া থানা থেকে এগুলো গত আগস্টে লুট হয়েছিল।

বৃহস্পতিবার (২০ মার্চ) নগরীর পতেঙ্গা থানার কাঠগড় ও বাকলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় তাদের।
গ্রেপ্তারকৃতরা হলেন- পুলিশ কনস্টেবল মো. রিয়াদ, তার সহযোগী আবদুল গণি, আবু বক্কর, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও মো. ইসহাক।
কনস্টেবল রিয়াদ চাঁদপুর জেলা পুলিশে কর্মরত ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। গ্রেপ্তারের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এরই মধ্যে কনস্টেবল রিয়াদ, আবু বক্কর ও মোস্তাফিজুর রহমান থানা থেকে লুট হওয়া অস্ত্র বেচাকেনায় জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, আসামিদের তিনজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি দুইজনকে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে চাঁদপুর জেলায় কর্মরত কনস্টেবল রিয়াদকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেসময় তিনি দীর্ঘদিন অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচায় জড়িত থাকার কথা স্বীকার করেন। তার সঙ্গে জড়িত চক্রের বাকি পাঁচ সদস্যকেও গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নগরের পতেঙ্গার কাঠগড় এলাকায় আসামি আবদুল গণির কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
গত ৩ মার্চ রাতে চট্টগ্রামের সাতকানিয়া থানার এওচিয়া ইউনিয়নে ‌মাইকে ‌‘ডাকাত পড়েছে’ ঘোষণা দিয়ে নেজাম উদ্দিন ও আবু ছালেক নামে দুই জামায়াত কর্মীকে হত্যা করা হয়। ঘটনার সময় নিহত নেজামের মরদেহের পাশ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। ওই অস্ত্রটি আটক পুলিশ সদস্য রিয়াদ ৫ লাখ টাকায় বিক্রি করেন বলে অভিযোগ ওঠে। এরপর ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ শুরু হয়। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় তাকে আটক করে নগরীর কোতোয়ালি থানায় এনে জিজ্ঞাসাবাদ করে সিএমপির একটি টিম। জিজ্ঞাসাবাদে থানা থেকে লুট হওয়া অস্ত্র বিক্রির বিষয়টি স্বীকার করেন কনস্টেবল রিয়াদ। এরপর তাকে নিয়ে অভিযানে নামে কোতোয়ালি থানার একটি তদন্ত টিম।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন নগরীর আটটি থানা ও আটটি ফাঁড়ি লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। ওই সময় ৮১৩টি অস্ত্র এবং ৪৪ হাজার ৩২৪টি গুলি লুট হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

খুলনা সদর দলিল লেখক ও স্টাম্প ভেন্ডারদের ইফতার ও দোয়া মাহফিল। খুলনা সদর সাব রেজিস্ট্রি অফিসের প্রয়াত দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডারগণের রুহের মাগফিরাত কামনা ও অসুস্থ দলিল লেখকবৃন্দের সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল ২৪ মার্চ (২৩ রমজান) সোমবার খুলনা সদর দলিল লেখক সমিতি মিলনায়তনে সাধারণ দলিল লেখকগন ও স্টাম ভান্ডারদের উদ্যোগে এ আয়োজন করা হয়। এ সময় খুলনা সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও ভেন্ডাররা ইতিপূর্বে যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা এবং যারা বর্তমানে অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করেন। ইফতার ও দোয়া মাহফিলে খুলনা সদর দলিল লেখকগন, খুলনার স্ট্যাম্প ভেন্ডারগন এবং দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডারদের সহকারীরা উপস্থিত ছিলেন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।