এস এম তাজুল হাসান সাদ,স্টাফ রিপোর্টার|| ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে পূর্ব আকাশে রক্তিম সূর্যের উদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ব মানচিত্রে জন্ম নিয়েছিল নতুন এক দেশ—বাংলাদেশ। এদিন জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সকল বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিত মা-বোনদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতার লাল-সবুজের পতাকা।
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপিত হয়েছে। বুধবার (২৬শে মার্চ) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের নেতৃত্বে সোহরাওয়ার্দী পার্কের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।এরপর উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক কবুতর উড্ডয়ন। প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজ উপভোগ করেন উপস্থিত অতিথিবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে উপজেলা পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু,উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শঙ্কর কুমার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম,উপজেলা ছাত্র সমন্বয়কের আহ্বায়ক আমির হামজা প্রমুখ।
উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও উপাসনার আয়োজন করা হয়। এছাড়া এতিমখানা, থানা, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে ছিল দেশাত্মবোধক সংগীত, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্বাধীনতা দিবস উদযাপনের এই ব্যতিক্রমী আয়োজন কালিগঞ্জের মানুষকে আবারও মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ করেছে। দিনটি স্মরণীয় করে রাখতে উপজেলা প্রশাসনের এ আয়োজন প্রশংসিত হয়েছে সর্বমহলে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।