ইমরুল ইসলাম ইমন খুলনার খবর ||চাঁদ রাতকে কেন্দ্র করে বিভাগীয় সদর খুলনায় প্রথমবারের মতো সঙ্গীতায়োজন ও আনন্দ মিছিল করেছে টাইফুন শিল্পী গোষ্ঠী।
রোববার ৩০ শে মার্চ রাত ৯ টায় নগরীর শিববাড়ি মোড়ে জিয়া হল গেট সংলগ্ন স্থানে নির্মিত মঞ্চে ইসলামি সঙ্গীত ও কাওয়ালী পরিবেশন করেন শিল্পীরা।
প্রায় ঘন্টাব্যাপী চলা এ আয়োজন উপভোগ করেন বিপুল সংখ্যক মানুষ।
সঙ্গীত পরিবেশন শেষে রাত ১০ টায় আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শিববাড়ি মোড় থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের চেয়ারম্যান আরাফাত হোসেন মিলন ও ভাইস চেয়ারম্যান রাকিব হাসান।
জানতে চাইলে টাইফুন শিল্পী গোষ্ঠীর চেয়ারম্যান আরাফাত হোসেন মিলন আমার দেশকে বলেন, ইসলামি কৃষ্টি ও সংস্কৃতি অনেক বেশি সমৃদ্ধ। অথচ এতোদিন এই সংস্কৃতিকে আমরা জনগনের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পাইনি। রাষ্ট্রীয় প্রতিবন্ধকতা ছিল। ঈদের রাত মানেই বিজাতীয় হিন্দি ও ইংরেজি গানের আগ্রাসন ছিল। অপসংস্কৃতির বিরুদ্ধে ভালো সংস্কৃতিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।