পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর // কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নে বিপ্রতীপ-এর আয়োজনে আলোচনা এবং কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার (২৭ মে) দিনভর কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নে বিপ্রতীপ (সাহিত্য কাগজ)-এর আয়োজনে বিপ্রতীপ কার্যালয়ে ওই পাঠের আসর অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে বিপ্রতীপ (সাহিত্য কাগজ)-এর সভাপতি নয়ন বিশ্বাসের সভাপতিত্বে এবং পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জল ব্যানার্জি-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে আলোচনা ও কবিতা পাঠ করেন, কবি কাসেদুজ্জামান সেলিম।
বিশেষ অতিথি হিসাবে আলোচনা ও কবিতা পাঠ করেন, লেখক ও গবেষক প্রফেসর আব্দুল হামিদ, কবি ও সাহিত্যিক মোহাম্মদ শফি, শোভনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, লেখক ও গবেষক খান এ রহমত, মধুসূদন একাডেমির পরিচালক কবি খসরু পরভেজ, মধুসূদন একাডেমির উপ-পরিচালক কবি মকবুল মাহফুজ, রঘুনাথপুর কলেজের সহ-অধ্যাপক কবি হুসাইন নূরুল হক, লিরিকের সাধারণ সম্পাদক কবি, গীতিকার, নাট্যকার, নাট্যশিল্পী সুবর্ণ, খুলনা বেতার শিল্পী, চারণ কবি, স্বরচিত কবিতা পাঠক মোঃ বাবুল আহমেদ তরফদার প্রমূখ।
দ্বিতীয় পর্বে কবি কাসেদুজ্জামান সেলিম-এর সভাপতিত্বে এবং মনিরুজ্জামান ছট্টু-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন, প্রাবন্তিক কবি ও সাতক্ষীরা দিবানিশি কলেজের সহকারী অধ্যাপক শুভ্র আহমেদ,
সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদ মোল্লা, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার কিশোরীমোহন সরকার, সাতক্ষীরা টেক্সটাইল স্কুলের প্রধান শিক্ষক সৌহার্দ সিরাজ, কাজিরহাট কলেজের অধ্যাপক ইদ্রিস আলী, সাস্কৃতিক কর্মী হাদিউজ্জামান জয়, কবি ইব্রাহিম রেজা প্রমূখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কবি ও লেখক আবু হাচান সরদার, মনিরামপুর কবিতা মঞ্চ শিল্প সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক কবি মলয় বিশ্বাস, শিক্ষক ও কবি তৃষা চামেলি, সাংবাদিক অলিয়ার রহমান, সাংবাদিক সোহেল পারভেজ, কার্তিক সরকার, শুভ্র আহমেদ, হামিদ মোল্লা, কিশোরী মোহন সরকার, সাধন কুমার দাস, সুরঞ্জিত বৈদ্য, আশিষ কুমার পাল, দিবস রঞ্জন বসাক, মামুন উর রশিদ, রাজকুমার সরকার, মতিয়ার রহমান, প্রসেনজিত তনু, এম,জি মহসিন প্রমূখ।
প্রধান অতিথি, বিপ্রতীপ (সাহিত্য কাগজ)-এর মোড়ক উন্মোচন করেন। তাছাড়া হামিদ মোল্লা-এর লিখিত দ্যা গোল্ডেন বুক অব টেগর ও রবীন্দ্রনাথ, শেকসপীয়রের নাট্য জগৎ ও রবীন্দ্র সংগীতের মর্মকথা এই তিনটি বইও উন্মোচন করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।