পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর||যশোরের কেশবপুরে ফিলিস্তিনেরা নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৭ এপ্রিল) বিকেলে কেশবপুর শহরে ওই মিছিল অনুষ্ঠিত হয়।
গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা ও উপর্যপরি বিমান হামলার প্রতিবাদে এবং মজলুম গাজাবাসী আহুত হরতালের সমর্থনে তৌহিদী জনতার ব্যানারে কেশবপুরের সর্বস্তরের উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার উদ্যোগে অনুষ্ঠিত মিছিলটি কেশবপুর পাবলিক ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে ত্রিমোহিনী মোড়ে এসে শেষ হয় ।
এর আগে তৌহিদী জনতার পক্ষে বক্তব্য রাখেন, বিএনপি নেতা প্রভাষক আলা উদ্দীন আলা, জামায়াত নেতা অধ্যাপক মোক্তার আলী, অ্যাডঃ ওজিয়ার রহমান, কামরুল ইসলাম, মাস্টার তবিবুর রহমান, মাওলান হাবিবুল্লাহ প্রমূখ। এ সময় মিছিলে অংশগ্রহন করতে হাজার হাজার উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা পাবলিক ময়দানে উপস্থিত হন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।