ইমরুল ইসলাম ইমন, খুলনার খবর ||নগরীর ইসলামপুর রোড দোলখোলা মতলেবের মোড়ে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই মোঃ জাকির হোসেন (৫২) এর এয়ারগানের গুলিতে মারাত্মক আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে বড় ভাই শেখ আব্দুল হামিদ (৬০)।
গত ১৪ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হামিদের স্ত্রী শামীমা সুলতানা বাদী হয়ে খুলনা সদর থানায় জাকিরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেলোয়ার হোসাইন অভিযান চালিয়ে জাকির হোসেনকে গ্রেফতার করেন।
গ্রেফতার জাকির হোসেন ইসলামপুর রোড দোলখোলা মতলেবের মোড়ের মৃত আব্দুল মোতালেব শেখের ছেলে। মঙ্গলবার তদন্ত কর্মকর্তা গ্রেফতার জাকির হোসেনকে আদালতে হাজির করেন।
আদালতের বিচারক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুমাইয়া কাওসার তাকে জেলহাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন।
মামলার বিবরণে জানা যায়, নগরীর ৬৭, নগরীর ইসলামপুর রোড দোলখোলা মতলেবের মোড়ের ছোট ভাই মোঃ জাকির হোসেন এবং বড় ভাই শেখ আব্দুল হামিদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল অনেক দিন ধরে।
১৪ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে হামিদ বাড়ির পাইপ মেরামত করতে গেলে জাকির তাকে গালিগালাজ করতে থাকে এবং প্রাণনাশের হুমকি দেয়। তাকে এ ধরনের আচরণ বন্ধ করতে বললে তার হাতে থাকা এয়ারগান দিয়ে হামিদকে গুলি করে।
এতে সে মারাত্মক আহত হয়ে মাটিয়ে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ সময় হামিদের কাছে থাকা ১৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আহত হামিদের স্ত্রী শামীমা সুলতানা বাদী হয়ে খুলনা সদর থানায় জাকিরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।