1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
গৃহকর্মী ও যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ পাইকগাছা নাছিরপুর জলমহাল : দখল-পাল্টা দখলে রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা খুলনা মহানগর জামায়াতের ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সম্মেলন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আজাদ আবুল কালাম, সাধারণ সম্পাদক রাশেদ অপু ভিসি’র পদত্যাগের দাবি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ’ ৩১ দফায় জনগণের সমর্থন, আস্থা অর্জনের দায়িত্ব আমার-আপনার-সকলের খালিশপুরে বিএনপি, যুবদল, ছাত্রদল এবং পেশাজীবীর দুই শতাধিক নেতা-কর্মী এনসিপিতে যোগদান ২০২৫ বিশ্বকাপে বাংলাদেশ রবিবার সারাদেশে মহাসমাবেশের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের শিঙাড়া খাওয়া নিয়ে সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত খুলনার রূপসায় ১১ রুটের বাস চলাচল ৩ ঘন্টা বন্ধ থাকায় যাত্রীদের সীমাহীন দুর্ভোগ ঘুষ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অভিযোগ দাখিলের আহ্বান এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য ব্যতিক্রম আয়োজনে প্রশংসিত বকুল -তুহিন খুলনার আদালত ৯৮ হাজার মামলার বোঝায় ভারী চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক যশোরে হাজী বিরানী খেয়ে একই পরিবারের তিনজন সহ পাঁচজন অসুস্থ কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ দুই সহোদর আটক সালিশের নামে বাড়ি ভাঙচুর-লুটপাট যশোরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার দিঘলিয়ায় ছোট ভাইয়ের ধারালো রামদায়ের কোপে সাবেক সেনা সদস্য রক্তাক্ত জখম শিরোমণি কেডিএ মার্কেটের ব্যবসায়ী ৪ দিন ধরে নিখোঁজ

কুয়েটে শিক্ষক- শিক্ষার্থী মুখোমুখি অ/ব/স্থা/ন – পাল্টা পাল্টি কর্মসূচীতে উ/ত্তা/ল ক্যাম্পাস

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৪ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনার খবর ||১৬ ই এপ্রিল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) এবার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এক দফা দাবি জানিয়েছে। তাদের দাবি পুরন না হলে সকল ক্লাস ও কর্মবিরতীতে যাচ্ছেন বলে ঘোষণাা দিয়েছেন।

তাদের দাবি, কুয়েটের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অমান্যকারী ও ১৮ ফেব্রুয়ারি অরাজকতা সাথে জড়িতদের অবিলম্বে শাস্তি দিতে হবে। অপরদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসি’র পদত্যাগের এক দফা দাবিতে অটল রয়েছেন।

অভিযোগ উঠেছে, কতিপয় অতিউৎসাহী ছাত্ররা বহিরাগতদের উসকানিতে শান্ত শিক্ষা প্রতিষ্ঠান ‘কুয়েট’র পরিবেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে। এতে বাইরের কোন অপশক্তির এজেন্ডা বাস্তবায়নে তৎপর হয়ে উঠেছে।
কুয়েটের একাধিক শিক্ষক ও কর্মকর্তারা জানান, গত ১৮ ফেব্রুয়ারি একটি ছাত্র সংগঠনের প্রচারনার অভিযোগ তোলে কতিপয় ছাত্র ও কিছু ছাত্র সংগঠনের নেতারা।

তারা পরিকল্পিতভাবে ওইসব ছাত্রসংগঠনের নেতৃত্বে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করে। তাদের হামলা ও মারামারিত অনেকে গুরুতর আহত ও জখম হয়। যার ফলে খুলনার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কুয়েটের শান্ত পরিবেশ এখন অশান্ত হয়ে উঠেছে।
কুয়েটের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রবীণ ও নবীন শিক্ষক বলেন, কুয়েটের ইতিহাসে ও তাদের ছাত্র জীবনেও এমন নাককারজনক ও অছাত্র সুলভ আচরণ দেখেননি। কতিপয় ছাত্র গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাস ও বাইরে ব্যাপক অরাজক পরিস্থিতি ঘটিয়েছে।

তারা কয়েকজন শিক্ষককেও শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করেছে। এ সকল ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে এখন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সোচ্চার হয়েছেন। বুধবার দুপুরে তারা এ সকল অরাজকতার সাথে জড়িতদের কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত সকল ক্লাস ও কর্মকান্ড পরিচালনা থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন

এদিকে কুয়েটের বর্তমান পরিস্থিতি সৃষ্টির কারণে ও দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ থাকায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ রয়েছে। ফলে তাদের পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টে দিনযাপন করতে হচ্ছে। তারা বলেন, দ্রুত এই সমস্যার সমাধান করে কুয়েটে আবারো শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে।
অপরদিকে কুয়েট সংলগ্ন বাড়ি মালিকরা বলেন, গত ১৮ ফেব্রুয়ারির অনাকাঙ্ক্ষিত ঘটনার অবতারণা ঘটায় সকলে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কুয়েটের ইতিহাসে এ ধরনের অরাজকতা পরিস্থিতি তাদের জানা নেই। তারা দ্রুত এ ঘটনার সমাধানের জন্য কুয়েট কর্তৃপক্ষসহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন।

উল্লেখ কিছু আন্দোলনরত শিক্ষার্থী ছয়টি হলের তালা ভেঙে গত মঙ্গলবার দুপুরে হলে প্রবেশ করে। বর্তমানে আন্দোলনরত কিছু ছাত্ররা কুয়েট উপাচার্য (ভিসি) মুহাম্মদ মাছুদুর রাহমানের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করে। বুধবার সকাল সাড়ে ১০টায় তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে ও সব হলে পোষ্টা রিং করে।

এদিকে গতকাল বুধবার সকালে এক দফা দাবিতে কিছু ছাত্র বিক্ষোভ কর্মসূচি ও সকল হলে পোস্টারিং করা হয়। অপরদিকে শিক্ষক সমিতির পক্ষ থেকেও এক দফা দাবিতে দুপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ১০টায় কুয়েট দুর্বার বাংলার পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় তারা বক্তৃতায় কুয়েটের ভিসি’র পদত্যাগ দাবি করেন। ভিসি’র পদত্যাগ না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছে। পরে মিছিল সহকারে সবকটি হলে হলে তারা পোস্টারিং করে।

এদিকে কুয়েট শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক সমিতির সভাপতির সভাপতিত্বে, কতিপয় ছাত্র কর্তৃক ১৮ ফেব্রুয়ারি কুয়েট কযামপাসে সংঘর্ষ ও অরাজক পরিস্থিতি সৃষ্টি ও সোমবার কুয়েট সিন্ডিকেটের সিদ্ধান্তের বিরোধিতা করে বেআইনি ভাবে হলের তালা ভেঙে প্রবেশের প্রতিবাদে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শিক্ষক-কর্মকর্তারা কতিপয় ছাত্রের অগণতান্ত্রিক ভাবে ভিসি’র পদত্যাগ দাবি প্রত্যাখ্যান করেন। তারা অরাজক পরিস্থিতি সৃষ্টির সাথে জড়িত এবং সিন্ডিকেটের সিদ্ধান্ত অমান্য করে হলের তালা ভেঙে প্রবেশের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ সকল ঘটনার বিচার না হওয়া পর্যন্ত সকল শিক্ষক ক্লাস বর্জন ও কর্মকর্তা ও কর্মচারীরা সকল কর্মকান্ড থেকে বিরোধিতা করেছেন। তারা এখন এক দফা দাবিতে দুপুরে মানববন্ধন ও সমাবেশ করেন।

শিক্ষক- কর্মকর্তা ও কর্মচারীরা তাদের এই এক দফা দাবি পুরন না হওয়া পর্যন্ত সকল ক্লাস ও কর্মকান্ড পরিচালনা বন্ধ থাকবে বলে ঘোষনা দিয়েছেন।

উল্লেখ গত ১৮ ফেব্রুয়ারি অনাকাঙ্ক্ষিত ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির রিপোর্ট পেশ ও রিপোর্ট অনুযায়ী গত সোমবার কুয়েটের সিন্ডিকেটের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় গত ১৮ ফেব্রুয়ারির সংঘর্ষ ও অরাজকতার ঘটনায় ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।

ওই সভায় আগামী ২ মে হল খোলা, ৪ মে থেকে শিক্ষা কার্যক্রম শুরু করার সিদ্ধান্তও জানানো হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।