1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতির সিদ্ধান্তে ন্যায়বিচারের পরাজয় হয়েছে: শিক্ষক সমিতি আমি পদত্যাগ করিনি : কুয়েটের উপ-উপাচার্য খুলনা ইসলামী ব্যাংক হাসপাতালে আগুন কুয়েটের ভিসি ও প্রভিসির অব্যাহতিতে শিক্ষার্থীদের আনন্দ মিছিল পাইকগাছার কপিলমুনি মাদ্রাসার অধ্যক্ষের অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ  কয়রায় ইসলামপুর শান্তি সংঘের এক ঝাঁক যুবক সামজিক কর্মকান্ড করে যাচ্ছে কেশবপুরে সাংবাদিককে সন্ত্রাসী কতৃক হামলার প্রতিবাদে মানববন্ধন কয়রায় পল্লী বিদ্যুতের কাঠের খুঁটি স-মিল থেকে উদ্ধার খুলনার বটিয়াঘাটায় জেবি ইট ভাটাকে তিন লক্ষ টাকা জরিমান কেসিসি নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে মঞ্জুর করা মামলার শুনানি ৪ ঠা মে নির্যাতনের শিকার নারী ও শিশুর আশ্রয়স্থল ভিকটিম সাপোর্ট সেন্টার –  পুলিশ কমিশনার কয়রায় দুর্যোগের সচেতনতামুলক মাঠ মহড়ায় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো  শ্রীলঙ্কান নাগরিক উদ্ধারে খুলনা রেঞ্জ পুলিশের সংবাদ সম্মেলন জমিজমা নিয়ে দুই ভাইয়ের বিরোধ: আহত ১, আদালতে মামলা কয়রায় ঘেরের মৎস্য ও ফসল লুটপাটকারিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন চট্টগ্রামের সন্দ্বীপে নৌবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার কয়রায় জাহিদুল হত্যা মামলা ভিন্ন দিকে নিতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত গ্লোবাল টেলিভিশনের যশোর প্রতিনিধি অভি কে হত্যার হুমকি সাংবাদিকদের আন্দোলনের মুখে জামিন পেলেন কালের কণ্ঠ তালা প্রতিনিধি টিপু ৫৭ ঘণ্টার অনশন শেষে কুয়েট শিক্ষার্থীদের বিজয়

লোহাগড়ায় মামলা তুলে না নেওয়ায় সন্ত্রাসী হামলা: অর্ধশতাধিক বাড়ি ভাঙচুর ও লুটপাট ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৩ বার শেয়ার হয়েছে

আলমগীর হোসেন, নড়াইল প্রতিনিধি ||নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের মধ্যপাড়ায় পূর্বের একটি হত্যা মামলাসহ একাধিক মামলা প্রত্যাহার না করায় প্রতিপক্ষের নেতৃত্বে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় দুই শতাধিক লোকের একটি সংঘবদ্ধ দল এই হামলা চালায়। হামলায় প্রায় অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ রবুল ওরফে রবুল খেচি, মশি মোল্লা, ওহিদুর শেখ, মহিউদ্দিন শেখ ওরফে মহিউদ্দিন দত্ত, মানিক দত্ত, ফিরোজ মিরে, মুসা মিরে, নাছির সরদার, নিজাম মিরে এবং মাসুদ কাজীর নেতৃত্বে এ হামলা চালানো হয়। অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা, মারধর ও দাঙ্গাসহ একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে কথিত গ্রাম্য কোর্টের নামে সাধারণ মানুষকে ভয়ভীতি, হুমকি ও চাঁদাবাজির মাধ্যমে জিম্মি করে রেখেছে।

জানা গেছে, হামলাকারীরা পূর্বের মামলাগুলো তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে ভুক্তভোগীদের হুমকি দিয়ে আসছিল। মামলা না তোলায় মঙ্গলবার পরিকল্পিতভাবে প্রায় ৪০/৫০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এর আগেও তারা লাবু শেখের বাড়িতে হামলা চালায়, ঈদুল ফিতরের দিন শহিদুল লস্কর ও তার ছেলে প্রবাসী শাহীন লস্করকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।

তার শরীরের এমন কোনো অংশ নেই যেখানে ধারালো অস্ত্রের আঘাত করা হয়নি। অথচ আগেই গ্রাম্য কোর্ট তাকে মামলা না করার পরামর্শ দিয়ে দায়সারা শালিস করে। পরে তার বাবা আহিদুল লস্করকেও ঈদের দিন মারধর করা হয়। এ ঘটনায় প্রিন্স খান, হাসমত লস্করসহ আরও কয়েকজন রেমিট্যান্স যোদ্ধাও মারাত্মক ভাবে আহত হয়।

মামলা তুলে না নেওয়ায় দূর্বৃত্তরা ঐ গ্রামের  মাকসুদ শেখ ওরফে কেসমত , শামীম শেখ , হুমায়ুন শেখ, ইরান শেখ , পটু শেখ, শাহীন লস্কর, প্রিন্স খান, আকিকুল শেখের বাড়িসহ প্রায় অর্ধশত বাড়ি ঘরে ভাঙর ও লুটপাট চালিয়ে প্রায় ৫ কোটি টাকার ক্ষতি সাধন করে।

গ্রামবাসীর অভিযোগ, হামলাকারীরা স্থানীয় রাজনৈতিক দল আওয়ামী লীগের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এখনো তার ব্যতিক্রম নয়। এই বাহিনীর দৌরাত্ম্যে গ্রামের একটি পক্ষ গত দুই বছর ধরে ভিটে বাড়িতে ফিরতে পারছে না। ঘেরের মাছ পর্যন্ত লুটপাট করে অনেক পরিবারকে সর্বস্বান্ত করে দিয়েছে।

ভুক্তভোগীরা দ্রুত প্রশাসন ও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে এই সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এলাকাবাসী শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারেন।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের দিঘলিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই তারক বিশ্বাস জানান, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে স্থানীয় মেম্বার মানিক মিয়ার সাথে কথা হয়েছে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে।”

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।