এস,এম শামীম,দিঘলিয়া খুলনা // দিঘলিয়ার ব্রহ্মগাতী ভাসার বিল এলাকায় দিঘলিয়ার বাসিন্দা মৃত আব্দুল গফুর শেখ এর পুত্র মোঃ ইনামুল শেখ এর সাড়ে ৩ বিঘা মৎস্য ঘেরে ঔষধ প্রয়োগ এর অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী মোঃ ইনামুল শেখ জানান গত ৩/৬/২২ ইং সকাল আনুঃ সাড়ে ৯ টার দিকে তিনি উক্ত ঘেরে গিয়ে ঘুরে দেখে একপর্যায়ে মোঃ ইনামুল শেখ বাড়িতে চলে আসে ঠিক একই দিন বিকাল ৪ টার দিকে ইনামুল শেখ আবারও নিজের ঘেরে যায় এবং দেখতে পায় তার ঘেরের বিভিন্ন প্রজাতীর কিছু কিছু সাদা মাছ মরে ভেসে উঠেছে এসময় মোঃ ইনামুল শেখ উক্ত মাছ হাতে নিয়ে কিটনাকের গন্ধ পায় এবং তাৎক্ষণিক প্রতিষোধক প্রয়োগ করে কিন্তু তাতেও কোন শুফল হয়নি একপর্যায়ে মোঃ ইনামুল শেখ প্রতিবেদক কে জানান অজ্ঞাতনামা কে বা কাহারা তার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করেছে যার ফলে প্রায় সাড়ে লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ।
এবিষয়ে মোঃ ইনামুল শেখ দিঘলিয়া থানায় অজ্ঞাতনামা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। দিঘলিয়ায় মৎস্য ঘেরে ঔষধ প্রয়োগের অভিযোগ সাড়ে ৫ লাখ ক্ষয়ক্ষতি ।
এস.এম.শামীম দিঘলিয়া, খুলনা থেকে
দিঘলিয়ার ব্রহ্মগাতী ভাসার বিল এলাকায় দিঘলিয়ার বাসিন্দা মৃতঃ আব্দুল গফুর শেখ এর পুত্র মোঃ ইনামুল শেখ এর সাড়ে ৩ বিঘা মৎস্য ঘেরে ঔষধ প্রয়োগ এর অভিযোগ পাওয়া গেছে।
ভুক্ত ভোগী মোঃ ইনামুল শেখ জানান গত ৩/৬/২২ ইং সকাল আনুঃ সাড়ে ৯ টার দিকে তিনি উক্ত ঘেরে গিয়ে ঘুরে দেখে একপর্যায়ে মোঃ ইনামুল শেখ বাড়িতে চলে আসে ঠিক একই দিন বিকাল ৪ টার দিকে ইনামুল শেখ আবারও নিজের ঘেরে যায় এবং দেখতে পায় তার ঘেরের বিভিন্ন প্রজাতীর কিছু কিছু সাদা মাছ মরে ভেসে উঠেছে এসময় মোঃ ইনামুল শেখ উক্ত মাছ হাতে নিয়ে কিটনাকের গন্ধ পায় এবং তাৎক্ষণিক প্রতিশেধক প্রয়োগ করে কিন্তু তাতেও কোন শুফল হয়নি একপর্যায়ে মোঃ ইনামুল শেখ প্রতিবেদক কে জানান অজ্ঞাতনামা কে বা কাহারা তার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করেছে যার ফলে প্রায় সাড়ে লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । এবিষয়ে মোঃ ইনামুল শেখ দিঘলিয়া থানায় অজ্ঞাতনামা একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।