মোঃ জসিম উদ্দিন তুহিন যশোর প্রতিনিধি ||যশোরে গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি ওবাইদুল ইসলাম অভি সন্ত্রাসীদের হুমকির শিকার হয়েছেন।
দিকে উপশহরের বি-ব্লক বাজার সংলগ্ন খালপাড় এলাকায় এই ঘটনা ঘটে।জানা গেছে, নিজ বাসায় ফেরার পথে হেলমেট পরা দুইজন অজ্ঞাতনামা সন্ত্রাসী মোটরসাইকেল তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং খুন-জখমের হুমকি দিয়ে পালিয়ে যায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্প্রতি প্রকাশিত একটি সংবাদের জের ধরেই এই হুমকি এসেছে।
এ ঘটনায় ওবাইদুল ইসলাম অভি পরদিন (২৩ এপ্রিল) কোতয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ১৯১৮) করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।সাংবাদিক অভি বলেন,সত্য প্রকাশ করাই আমাদের কাজ। কিন্তু আজ সেই কাজ করতে গিয়েই আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।