সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধি // প্রধানমন্ত্রীকে হুমকীর প্রতিবাদে লক্ষ্মীপুরে যুবলীগের বিক্ষোভ প্রধানমন্ত্রীকে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবলীগ। শনিবার দুপুরে জেলা শহরের তমিজ মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর ষ্টেশন গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপুর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বক্তব্যে সালাহ্ উদ্দিন টিপু বলেন,লক্ষ্মীপুরের শান্ত পরিবেশকে নষ্ট করার জন্য সাবেক এমপি এ্যানী চৌধুরী উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। আমরা এই বক্তব্যের প্রতিবাদ জানাই। পদ্মা সেতু উদ্বোধনের আগে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় বিএনপি। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে সকল নেতাকর্মীদের মাঠে থেকে এসব অশুভশক্তি মোকাবেলা করবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।