রাজু হাওলাদার, খুলনার খবর ||বাগেরহাটের মোল্লাহাটে মুক্তিপনের উদ্দেশ্যে আটকে রাখা ৩ শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মোঃ রেজাউল হক।
উদ্ধারের সকল কার্যক্রম পরিচালনার বর্ণনার জন্য খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে দুপুর ২ টায় খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মোঃ রেজাউল হক সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি মোঃ রেজাউল হক জানান, শ্রীলঙ্কান নাগরিক মালাভি পাথিরানা, পাথিরানা, থুপ্পি মুদিইয়ানসেল্যাগ নীল বাগেরহাটের শহিদুল শেখ নামের এক ব্যক্তির ব্যবসায়িক আমন্ত্রণে গত ২২ এপ্রিল
বাংলাদেশে আসেন ব্যবসায়িক উদ্দেশ্যে।
পরবর্তীতে কাজী এমদাদ হোসেন, শহিদুল শেখ ও জনি শেখ এস এম সামসুল আলম এই ৪ জন শ্রীলঙ্কায় তাঁদের পরিবারকে ফোন করে বাংলাদেশের একটি নম্বর থেকে মুক্তিপণ দাবি করেন।
গত বুধবার (২৩ এপ্রিল) গভীর রাত সাড়ে ১২টার দিকে দক্ষিন আমবাড়ি গ্রামের এমদাদ কাজীর বাড়ি থেকে শ্রীলঙ্কান নাগরিকদের উদ্ধার করা হয়।
এসময় অপহরণের সাথে জড়িত ৪ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।