পরেশ দেবনাথ কেশবপুর, যশোর ||কেশবপুর দৈনিক সকালের সময় পত্রিকার কেশবপুর উপজেলা প্রতিনিধি, কেশবপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশ জনতার কথা পত্রিকার মফস্বল সম্পাদক ও কেশবপুর উপজেলা খেলাঘর আসরের দপ্তর সম্পাদক সোহেল পারভেজকে শুক্রবার (১৮ এপ্রিল-২৫) রাতে তার গ্রামের বাড়ি মঙ্গলকোট ইউনিয়নের চুয়াডাঙ্গা এলাকায় কিছু সন্ত্রাসী গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ-সহ মারপিট করায় তার প্রতিবাদ জানাতে কেশবপুরে এক মানব বন্ধনের আয়োজন করা হয়।
সাংবাদিক সোহেল পারভেজ মঙ্গলকোট ইউনিয়নে চুয়াডাঙ্গা গ্রামের সাহাদাত হোসেনের ছেলে। সোহেল পারভেজ বাদী হয়ে বিবাদীদের বিরুদ্ধে (২৪ এপ্রিল-২৫) কেশবপুর থানায় একটি এজাহার দায়ের করেন।
এজাহার সূত্রে জানা যায়, সাংবাদিক সোহেল পারভেজ এলাকার বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সংবাদ সংগ্রহ করার অপরাধে এই সন্ত্রাসী হামলার স্বীকার হন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল২৫) বিকেল ৪ টায় কেশবপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশ জনতার কথা পত্রিকার সম্পাদক রুহুল আমীন খান-এর আয়োজনে কেশবপুর ত্রিমোহীনী মোড়ে ওই মানববন্দন অনুষ্ঠিত হয়।
এ ধরনের জঘন্য ঘটনার তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়ে মানববন্দনে বক্তব্য রাখেন, সাপ্তাহিক দেশ জনতার কথা পত্রিকার সম্পাদক রুহুল আমীন খান, কেশবপুর উপজেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড’ কেশবপুরের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক এস,এম রবিউল আলম, সাংবাদিক সোহেল পারভেজের পিতা শাহাদাৎ হোসেন প্রমূখ।
উপস্থিত ছিলেন, কেশবপুর খেলাঘরের সভাপতি আব্দুল মজিদ বড়ভাই, যুগ্ম-সাধারণ সম্পাদক মানব মন্ডল, দৈনিক প্রথম আলো কেশবপুর উপজেলা প্রতিনিধি দিলীপ মোদক, দৈনিক আজকে সংবাদ পত্রিকার প্রতিনিধি পরেশ দেবনাথ, দৈনিক সত্যপাঠ পত্রিকার কেশবপুর প্রতিনিধি আবুবক্কার সিদ্দিক, কেশবপুর খেলাঘরের কর্মী রবিন দাস, সোহেল পারভেজের স্ত্রী ও পুত্রদ্বয়-সহ খেলাঘর আসরের নেতৃবৃন্দ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।