জাহিদুল ইসলাম ,কয়রা,প্রতিনিধি ||সুন্দরবনের গভীরে দীর্ঘ দিন ধরে ত্রাস সৃষ্টি করে আসা কুখ্যাত বনদস্যু আনারুল বাহিনীর এক সক্রিয় সদস্য অবশেষে ধরা পড়েছে।
কোস্টগার্ডের দুঃসাহসিক অভিযানে রবিবার রাতে খুলনা রেঞ্জের শিবসা নদীর পশ্চিম পাড়ের মুচির দোয়ানী এলাকা থেকে বিল্লাল হোসেন (৩০) নামের এই দুষ্কৃতকারীকে একটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করা হয়েছে।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার সিয়াম-উল হক জানান, গোপন সূত্রে বনদস্যু আনারুল বাহিনীর সদস্যদের মুচির দোয়ানী এলাকায় অবস্থানের খবর পেয়ে কোস্টগার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ানের একটি চৌকস দল দ্রুত অভিযান চালায়।
কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অন্যান্য দস্যুরা বনের মধ্যে পালিয়ে গেলেও বিল্লালকে অস্ত্র ও গুলিসহ হাতেনাতে পাকড়াও করতে সক্ষম হয় তারা।
ধৃত বিল্লাল হোসেন কয়রা উপজেলার ৩নং কয়রা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে সে সুন্দরবনে বনদস্যুদের বিভিন্ন অপকর্মে জড়িত এবং আনারুল বাহিনীর কাছে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করত।
এই সফল অভিযান সুন্দরবনে দস্যুতা নির্মূলের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃত বিল্লালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ডের এই অভিযান অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।