শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা প্রতিনিধি // খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউপির পশ্চিম কাইনমুখী এলাকার আমুড়কাটায় পুকুরের পানিতে ডুবে নন্দিনী নামের (২১ মাস) এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (০৬ জুন) সকাল ১১টার দিকে উপজেলার সোলাদানা ইউপির পশ্চিম কাইনমুখী এলাকার আমুড়কাটা গ্রামে ওই ঘটনা ঘটেছে।শিশু নন্দিনি ওই এলাকার রাজিব ঢালীর মেয়ে।এলাকাবাসী ও শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (০৬ জুন)সকাল ১১টার দিকে শিশুটি বাড়ির পাশেই খেলছিল। এসময় অসাবধানতা বশত সকলের অগোচরে সে বাড়ির পাশ্ববর্তী একটি পুকুরে পড়েযায়। শিশুটির মা দূর থেকে ঘটনা দেখতে পেয়ে দ্রুত দৌড়ে এসে তাৎক্ষণিক শিশুটিকে পুকুরের পানি থেকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্ কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃন্ময় কুমার জানান মৃত ঘোষনা করে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় লাশের সুরুতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্ত থাকায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।