মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর প্রতিনিধি ||যশোর জিলা স্কুলে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞানমেলা-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব রওনক জাহান মহোদয়।অনুষ্ঠানে সম্মানিত পুলিশ সুপার মহোদয় বলেন, বিজ্ঞান হচ্ছে বুদ্ধি ভিত্তিক বিকাশ, কিভাবে সামনে চলার রাস্তা তৈরি করতে হবে কিভাবে মানব সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে হবে, সবকিছুই আমাদের বিজ্ঞান শিখিয়েছে।
পরিশেষে তিনি আশাবাদ ব্যক্ত করেন, যারা নতুন প্রজন্ম, যারা আগামীর ভবিষ্যৎ, তারা সকলে বিজ্ঞান মনস্ক হয়ে উঠবে এবং বিজ্ঞান প্রেমিক হয়ে উঠবে।
পরবর্তীতে তিনি বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল সরেজমিনে পরিদর্শন করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ আজাহারুল ইসলাম।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।