অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধি // বাগেরহাটের মোড়েলগঞ্জে মাছের ঘের থেকে পাঁচ ফুট লম্বা একটি কালকেউটে সাপ উদ্ধার করেছে বনবিভাগ। রোববার (১২ জুন) বেলা ১১টার দিকে কাটাখালী টহল ফাঁড়িতে সাপটি অবমুক্ত করা হয়।
গত শনিবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার পুঁটিখালী ইউনিয়নের সোনাখালী গ্রামের আলমগীর হাওলাদারের মাছের ঘেরে পুঁতে রাখা জাল থেকে সাপটি উদ্ধার করা হয়।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জিউধরা স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদির সাংবাদিক অতনু চৌধুরী রাজু কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, খবর পেয়ে শনিবার সন্ধ্যায় ঘেরের জাল থেকে বিষধর কালকেউটে সাপটি উদ্ধার করে কাটাখালী টহল ফাঁড়ির বনে ছেড়ে দিই।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।