এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট||বাগেরহাটের চিতলমারী উপজেলায় “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় ৭৫ জন পাটচাষীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ মে ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল।
প্রশিক্ষণ প্রদান করেন অতিরিক্ত উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি বাগেরহাটের ড. মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সিফাত আল মারুফ, পাট উন্নয়ন কর্মকর্তা (খুলনা-বাগেরহাট অঞ্চল) বাসুদেব হালদার, মুখ্য পরিদর্শক (পাট), খুলনা-মোংলা অঞ্চলের শাপলা খাতুন, পাট পরিদর্শক মোঃ মুজিবর রহমান (খুলনা অঞ্চল) এবং চিতলমারীর উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সাথী হালদার।
এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন চিতলমারী ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর।
প্রশিক্ষণ শেষে উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের মাঝে বিনামূল্যে অর্থ সহায়তা ও কৃষি উপকরণ বিতরণ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।