রাজু হাওলাদার, খুলনার খবর || ২১ শে মে বিকাল ৪:৩০ খুলনা মহানগরের সদর থানাধীন পিকচার প্যালেস মোড়ে খুলনা মহানগর মহিলা দলের উদ্যোগে ০৯ (নয়) বছরের শিশু সোনালীকে ধর্ষণকারী মামুন ব্যাপারীর ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন খুলনা মহানগর মহিলা দলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য সংরক্ষিত মহিলা আসন জনাব সৈয়দা নার্গিস আলী আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এ্যাড. হালিমা আক্তার খানম,সদস্য মোসাম্মাৎ আনজিরা খাতুন, শাহানা সরোয়ার, নাসরিন শ্রাবণী, হাসনা হেনা, নিঘাত সীমা, কাওসারী জাহান মঞ্জু, মিসেস মনি বেগম, এ্যাড: জাহানারা পারভীন, মোসাম্মাৎ সালমা বেগম ও শাম্মী চৌধুরী মলি, লায়লা পারভীন প্রমুখ।
বক্তাগন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ধর্ষণের সেঞ্চুরি করে উদযাপন করা হতো। বর্তমান নিরপেক্ষ সরকারের আমলেও যদি ধর্ষণের বিচার না হয় তবে তা অত্যন্ত দুঃখজনক।
প্রতিটা ধর্ষণের সুষ্ট বিচার হলে ধর্ষণ অনেকটা কমিয়ে আনা সম্ভব হবে। শিশু সোনালীকে ধর্ষণকারী মামুন বেপারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবি জানিয়ে শান্তিপূর্ণভাবে মানববন্ধনটি সমাপ্ত করেন।
উল্লেখ্য গত ১৪/০৫/২৫ তারিখ ২০০০ ঘটিকায় খুলনা মহানগরীর সদর থানাধীন,নতুন বাজার চর মোশারফ গলীর সোনালী (০৯), পিতাঃ মোঃ শাহীন খাঁন। মামুন (২২) পিতাঃ রাঙ্গা আলামীন,দ্বারা ধর্ষিত হয়।
তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন এবং খুলনা সদর থানা পুলিশ ধর্ষক মামুন (২২) কে গ্রেফতার করে। এই ঘটনায় সদর থানায় একটি মামলা রুজু হয়,যার মামলা নং ২০ ধারা ৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।