প্রনয় দাস,অভয়নগর প্রতিনিধি // অভয়নগরে ক্যান্সার, কিডনি, স্টোক প্যারালাইসড, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত ১৯ জন রোগীকে চিকিৎসা বাবাদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে সাড়ে ৯ লাখ টাকার সহায়তার চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মিনারা পারভীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, সমাজসেবা কর্মকর্তা এ এফ এম অহিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ। সমাজসেবা অফিস সূত্র জানান, অভয়নগরে জটিল রোগে আক্রান্ত ১৯ জন অসহায় রোগীকে চিকিৎসা সহায়তা বাবদ জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।