খুলনার খবর ||বিসিবি’র সাবেক সভাপতি প্রাক্তন সংসদ সদস্য আলহাজ্ব আলী আজগর লবি বলেন,ফ্যাসিষ্ট সরকার শুধু আমাকে নয়, সমগ্র বাংলাদেশকেই গলা চেপে ধরেছিল। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো আজও প্রবাস জীবন কাটাচ্ছেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিনাচিকিৎসায় সুক্ষভাবে হত্যা প্রচেষ্টা চালিয়েছিল আওয়ামী লীগ। এখন অবাধ সুষ্ঠু গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠিত হলেই শুধু তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নয়, পুরো বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পাবে,জনগনের অধিকার প্রতিষ্ঠিত হবে।
বিসিবি’র সাবেক সভাপতি প্রাক্তন সংসদ সদস্য আলহাজ্ব আলী আজগর লবী আরও বলেন, আওয়ামী সরকারের সীমাহীন চাপের কারণেই সরাসরি জনগনের কাছে আসতে পারিনি।
আমি তিন বছরের বেশি সময় ফ্যাসিষ্ট সরকারের জেলে কেটেছে। এসময়ের মধ্যে আয়নাঘরে রিমান্ডে নেয়া হয়েছিল চারবার। আমার ব্যাংক হিসাবগুলো এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। দলীয় কর্মকান্ড তো দুরের কথা, আমাকে স্বাভাবিক জীবনযাপনও করতে দেয়নি শেখ হাসিনা সরকার। ১৬ বছর আমার লাইসেন্সগুলো বন্ধ ছিল; গেল ১৭ বছর আমি কোনো ব্যবসা-বাণিজ্যও করতে পারিনি।
শুক্রবার (৩০ মে) বিকালে ফুলতলার জামিরায় টোলনা জেপিডিএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এঁর ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো.মনিরুজ্জামান মন্টু।
খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজগর লবী বলেছেন, ডুমুরিয়া-ফুলতলাবাসীকে সাথে নিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে বিলডাকাতিয়া জলাবদ্ধতার সমস্যা সমাধান করবো। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকবান্ধব ছিলেন। ফুলতলা-ডুমুরিয়ার সকল সমস্যা সমাধানে কাজ করবো। সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতেই আমি এখানে এসেছি। দল কাকে কোথায় মনোনীত করবে, সেটা একান্ত দলীয় সিদ্ধান্তের বিষয়। দল যাকে মনোনীত করবে, আমরা সবাই তার জন্য কাজ করবো। আমি বিএনপি’র একজন কর্মী; পার্টির আদেশে আমরা সবাই একসাথে কাজ করবো।
ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল বাসারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, এসএ রহমান বাবুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য মো. হাফিজুর রহমান, ফুলতলা উপজেলা বিএনপি’র সদস্য সচিব মনির হাসান টিটু, আশরাফুল ইসলাম নূর, ডুমুরিয়া উপজেলার সরোয়ার হোসেন, ফুলতলা বিএনপি নেতা সরদার সেলিম হোসেন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. ঈমাইল হোসেন, জেলা কৃষকদলের আহবায়ক মো. কবির হোসেন ও সদস্য সচিব আবু সাঈদ, সাবেক সভাপতি নুরুল হুদা খান বাবু, এসএম আতাউর রহমান, ওয়াহেদুজ্জামান নান্নাসহ ডুমুরিয়া-ফুলতলার বিপুল সংখ্যক নেতাকর্মী।
শুরুতেই কোনআর তেলোয়াত এবং শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর কণিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা, দলের মৃত্যুবরণকারী সকল নেতাকর্মী-সমার্থকদের বিদেহী আত্মার শান্তি কামনা সাথে সাথে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিপুর্ণ সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।