খুলনার খবর ||জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের হাইকোর্টের রায় বাতিল ঘোষণা করেছে আপিল বিভাগ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন সংক্রান্ত হাইকোর্টের পূর্বের রায়কে ন্যায়ভ্রষ্ট উল্লেখ করে তা বাতিল ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ আজ এই রায় প্রদান করেন।
এই রায়ের পর জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ ও কৃতজ্ঞতার অনুভূতি পরিলক্ষিত হচ্ছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, “মহান রবের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।”

এখন পরবর্তী পদক্ষেপ হিসেবে দলটির নিবন্ধন পুনর্বহালের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।
জামায়াতে ইসলামী আশা প্রকাশ করেছে, তারা দ্রুতই তাদের রাজনৈতিক অধিকার ফিরে পাবে এবং দেশের গণতান্ত্রিক ধারায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবে।
দলটির পক্ষ থেকে আরও জানানো হয়, “আমরা মহান রবের সাহায্য কামনা করি, যেন আমাদের পূর্ণ অধিকার দ্রুতই ফিরিয়ে দেয়া হয়। আমিন।”
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।