খুলনার খবর ||বাংলাদেশ জ্বালানি তেল ব্যবসায়ী ওনার্স অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক মহাসচিব শেখ ফরহাদ হোসেন, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সদস্য মোঃ মনিরুল ইসলাম এবং ফরহাদ হোসেনের ম্যানেজার সোহেল—এ তিনজনকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পদ্মা, মেঘনা ও যমুনা তিনটি ডিপো থেকে সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত দেড় ঘণ্টা তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ পালন করেছেন শ্রমিকরা।

এ সময় বক্তারা বলেন, দ্রুত হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি একইসাথে, এই হামলার পেছনের মদদদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আহ্বান জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মোঃ এনাম মুন্সী।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।