1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
কোরবানির ঈদ" বিদেশি ছুরি-চাকুর দখলে দেশীয় বাজার - Khulnar Khobor
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনা-৪ আসনে মাওলানা সাখাওয়াত হোসাইন এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ বাগেরহাটের চার আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত দিঘলিয়ায় মায়ের কাছ থেকে সুকৌশলে জমি লিখে নিয়ে বাড়ি থেকে বের যশোরের সাবেক কাউন্সিলার আলোচিত টাক মিলন ঢাকা থেকে আটক লাখো মানুষের অংশগ্রহণে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় সংবাদদাতা সম্মেলন দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতির ইন্তেকালে শোক ডুমুরিয়ায় ব্যানার,ফেস্টুন,তোরণ ও বিলবোর্ড অপসারণে উপজেলা প্রশাসনের অভিযান পাইকগাছায় ধানের শীষের প্রার্থী বাপ্পী’কে বিজয়ের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা  নৌবাহিনীর অভিযানে টেকনাফে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ১০ হাজার ইয়াবা উদ্ধার সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক: অফিসার ইনচার্জ মোল্লাহাট বাগেরহাট – ৩ সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষের মনোনয়ন পেলেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, নেতাকর্মীদের উচ্ছ্বাস। মোল্লাহাটে সামাজিক যোগাযোগমাধ্যমের স্ট্যাটাসকে কেন্দ্র করে এরশাদ সরদার  আহত। শহিদ হাদির জানাজার সময় পরিবর্তন হয়ে বেলা দুইটায় জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এ্যডভোকেট আজমল হোসেন বাচ্চুর পক্ষে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে উদ্বোধন হলো স্প্রিং-২০২৬ এর এ্যাডমিশন ফেয়ার পাইকগাছায় ধানের শীষের প্রার্থী বাপ্পী’কে বিজয়ের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা  ওসমান হাদি হত্যার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও গায়েবানা জানাজা খুলনার আড়ংঘাটায় সাংবাদিক কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। কেশবপুরে কালব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কোরবানির ঈদ” বিদেশি ছুরি-চাকুর দখলে দেশীয় বাজার

  • প্রকাশিত : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৪৩ বার শেয়ার হয়েছে

খুলনার খবর || আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে খুলনার বাজারে কোরবানির কাজে ব্যবহৃত ছুরি, বটি, চাপাতিসহ ধাতব হাতিয়ারের বিকিকিনি জমে উঠেছে। তবে এবার দেশীয় তৈরি হাতিয়ারের স্থান দখল করেছে বিদেশি ছুরি-চাপাতি।

বাজার ঘুরে দেখা গেছে, স্থানীয় কামারদের তৈরি বটি ও চাপাতির জায়গা দখল করে নিয়েছে চীন ও ভারত থেকে আমদানি করা চকচকে, হালকা ও ধারালো হাতিয়ারগুলো। এসব বিদেশি হাতিয়ার তুলনামূলকভাবে দেখতে আকর্ষণীয় এবং দামেও কিছুটা সস্তা হওয়ায় ক্রেতারা সেগুলোর দিকেই ঝুঁকছে বেশি।

দেশীয় তৈরি হাতিয়ার চাপাতি, দা, বটি কেজি দরে বিক্রি হচ্ছে। ছুরি বিক্রি হচ্ছে আকারভেদে পিস হিসেবে। প্রতি কেজি ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মানভেদে মধ্যম আকারের চাপাতি কিনতে ৬০০-৭০০ টাকা পর্যন্ত লাগবে। আকার বড় হলে ওজনের কারণে দামও বেশি।
অন্যদিকে বিদেশি হাতিয়ার চাপাতি বিভিন্ন আকারের ৩০০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ছুরি ১০০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত দামে পাওয়া যাচ্ছে।
বড় বাজারের দেশীয় তৈরি হাতিয়ার বিক্রেতারা জানান, দৌলতপুর, সোনাডাঙ্গা, খালিশপুর ও ফুলতলা এলাকার অনেক কামার আগে ঈদের মৌসুমে অতিরিক্ত কাজ পেতো। এখন তারা অর্ডার কম পাচ্ছে। আমাদের পাইকারি কিংবা খুচরা বিক্রিও কম। আমরাই অর্ডার দিতে পারছি না কামারপট্টিতে।
খুচরা ব্যবসায়ীরা বলছেন, দিন দিন বিদেশি হাতিয়ার ছুরি, বটি, চাপাতির মতো দেশীয় হাতিয়ারের জায়গা দখল করে নিচ্ছে। বিদেশি হাতিয়ার দামে কম, দেখতে ভালো এবং ব্যবহারে সুবিধা বলে ক্রেতাদের পছন্দের জায়গা দখল করে নিয়েছে। তবে বিদেশি হাতিয়ারের বাড়তি চাহিদা স্থানীয় শিল্পের জন্য ঝুঁকি সৃষ্টি করছে। বর্তমানে দেশীয় তৈরি ছুরি, বটি, চাপাতির বিক্রি নেই বললেই চলে।

সবাই বিদেশি হাতিয়ারের দিকে ছুটছে। কামারশিল্পীরা একেবারে নিস্তেজ হয়ে গেছে। তাদের ব্যস্ততা নেই বললেই চলে।
নতুন বাজারের কামার রবিউল ইসলাম জানান, দেশি হাতিয়ার মজবুত হয়। কিন্তু বিদেশি অস্ত্রের চকচকে রূপ দেখে অনেকেই তা কিনছেন। আগের মতো এখন অর্ডার নেই। পাইকারি অর্ডার থাকলে কাজের চাপ থাকে। কিন্তু দিন দিন সেটা কমে যাচ্ছে।
বড় বাজারের দেশীয় হাতিয়ার বিক্রেতা গণেশ স্টোরের স্বত্বাধিকারী গণেশ রায় বলেন, এবার এখনো দেশীয় হাতিয়ার বিক্রির চাপ বাড়েনি। দূরদূরান্ত থেকে পাইকার ক্রেতাদের অর্ডার এবার তুলনামূলক কম। কোরবানির সময় চাপাতি, ছুরি, বটি বিক্রির চাপ থাকলেও গত দুই-তিন বছর ধরে তা কমে গেছে।
মেসার্স আবুল ব্রাদার্সের স্বত্বাধিকারী মুরশিকুল ইসলাম বলেন, বিদেশি হাতিয়ারের মধ্যে চাপাতি আর ছুরির চাহিদা বেশি এখন। ব্যবহার এবং রক্ষণাবেক্ষণ সহজ হওয়ায় বাসাবাড়ির জন্য বিদেশি হাতিয়ার কেনেন ক্রেতারা।
ক্রেতা নাসিফ বলেন, দেশি বটি ভালো হলেও এখন বিদেশি বটিগুলো অনেক হালকা, ধারও বেশি। রাখতেও সুবিধা। কোরবানির জন্য দেশীয় চাপাতি কিনলেও বাসায় ব্যবহারের জন্য বিদেশি চাপাতি আর ছুরি কিনতে হচ্ছে। এগুলোর মান ভালো বলে তিনি জানান।
বড় বাজারে কোরবানির জন্য ধাতব হাতিয়ার কিনতে আসা নজরুল ইসলাম জানান, পুরাতন বটি আর চাপাতির বদলে একটি লোহার বটি আর বিদেশি চাপাতি কিনেছেন তিনি। বটির দাম কেজি হিসেবে ৩৮০ টাকা পড়েছে আর বিদেশি চাপাতি ৩৭০ টাকায় কিনেছেন।
গৃহিণী মৌসুমী বলেন, লোহার বটি ধোয়া রাখা অনেক ঝামেলা। লোহার ছুরিতে অল্পতে অনেক সময় জং ধরে। এজন্য বিদেশি চাপাতি আর স্লাইস ছুরি কিনেছি। এগুলোর ব্যবহার অনেক সুবিধাজনক।
বটিয়াঘাটা থেকে আসা খুচরা ব্যবসায়ী মাহমুদ হোসেন বলেন, তিনি পাইকার মূল্যে কিছু দেশি চাপাতি আর বিদেশি হাতিয়ার কিনতে এসেছেন।এগুলো খুচরা বিক্রি করবেন। তবে গতবারের থেকে দেশীয় হাতিয়ারের দাম এবার একটু বেশি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।