খুলনার খবর ||১৭ জুন, ২০২৫ গণ-অভ্যুত্থানের পর থেকে পালিয়ে থাকা খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলামের শত কোটি টাকার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সরকারি অর্থ আত্মসাৎ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাইফুল ইসলামের অর্জিত অবৈধ সম্পদের তথ্য চেয়ে দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা রকিবুল ইসলাম গতকাল বিভিন্ন দপ্তরে পত্র দিয়েছেন।
বিভিন্ন দপ্তরে প্রেরিত পত্রে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মো. সাইফুল ইসলামের মালিকানাধীন মেসার্স আমিন সামিন শিপিং লাইন্স, মেসার্স আমিন সামিন কনস্ট্রাকশন, মেসার্স আমিন-সামিন ট্রেডিং, মেসার্স এস.এ বিল্ডার্স লি., মেসার্স নয়ন এন্টারপ্রাইজ, মেসার্স ইয়াহিয়া কনস্ট্রাকশন, ইউনিক আইস এন্ড ফুডস লি. ও মেসার্স মুনমুন ট্রেড ইন্টারন্যাশনালসহ ৮ টি কোম্পানির তথ্য চাওয়া হয়েছে।
দুদক খুলনার সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা রকিবুল ইসলাম জানান, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর, খুলনা ক্লাবের প্রেসিডেন্ট, খুলনা বিভাগীয় নৌ-পরিবহন মালিক গ্রুপের প্রশাসক, খুলনা সিটি কর্পোরেশনের(কেসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও নৌপরিবহণ অধিদপ্তরের মহাপরিচালকের কাছে তথ্য চেয়ে এই পত্র প্রেরণ করা হয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।